X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনে ৭২ খেলোয়াড় কোয়ারেন্টিনে!

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ১২:০৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১২:০৮

করোনার মাঝেই কোর্টে গড়াচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আয়োজকরা। এত কড়াকড়ির কথা বলা হলেও শুরুর আগেই বিমানে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ৭২ জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। এর ফলে খেলোয়াড়রা অনুশীলনেরও সুযোগ পাচ্ছে না।

সর্বশেষ ঘটনাটি রবিবারের। দোহা থেকে ২৫ খেলোয়াড় ও ৫৮জন যাত্রীসহ দোহা থেকে খেলোয়াড়দের একটি ফ্লাইট অবতরণ করে মেলবোর্নে। সেখানেই করোনা আক্রান্ত মেলে একজন। অবশ্য তিনি খেলোয়াড়দের কেউ ছিলেন না। যে কারণে কোয়ারেন্টিনে যেতে বাধ্য হন সকলে।

একই ঘটনা ঘটেছে আরও দুই চার্টার্ড ফ্লাইটের বেলাতে। সেখান ৪টি করোনা পজিটিভ পাওয়া গেছে দেখে কোয়ারেন্টিনে যেতে হয়েছে ৪৭জনকে। এসব ফ্লাইটে করে খেলোয়াড়ের পাশাপাশি স্টাফ, অফিশিয়াল ও মিডিয়া ব্যক্তিত্বরাও ছিলেন। ওই দুটির একটি বিমানে ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, কেই নিশিকোরিও।

এই অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেন সর্বশেষ ফ্লাইটের করোনা পরিস্থিতি নিয়ে বলেছে, ‘ওই ফ্লাইটের ২৫জন খেলোয়াড়রা এখন ১৪ দিনের জন্য হোটেল রুম ছাড়তে পারবেন না। একই সঙ্গে মেডিক্যালি মুক্ত না হলেও পারবেন না। এমনকি অনুমতি পাবেন না অনুশীলনেরও।’

বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ১ হাজার ২০০’রও বেশি খেলোয়াড়, কোচ, স্টাফ ও মিডিয়াসহ অস্ট্রেলিয়ায় নেমেছে ১৭টি চার্টার্ড ফ্লাইট।  এই অবস্থায় অস্ট্রেলিয়ান ওপেন যথা সময়েই শুরু হবে বলে জানিয়েছেন, টুর্নামেন্ট পরিচালক ক্রেইগ টিলে। তবে চলমান সূচিতে পরিবর্তনের বিষয়গুলো ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এমনিতেই করোনার কারণে বিলম্বিত অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ৮ ফেব্রুয়ারি।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম