X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যে কারণে বাংলাদেশকে ফলোঅন করায়নি ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৯

চেতেশ্বর পূজারা ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশকে করতে হতো ৪৮৭ রান। কিন্তু বাংলাদেশ ৩৮৮ রানে অলআউট হলেও আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেনি। কারণ সফরকারীদের ফলোঅন করায়নি ভারত। কী কারণে এমনটা করল স্বাগতিকরা! সেই জবাব দিলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

মূলত বোলারদের একটা সেশন বিশ্রাম দিতেই আবার ব্যাটিংয়ে নেমেছিল ভারত। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে পূজারা এমন ব্যাখ্যা দিলেন, ‘বোলাররা প্রায় ১০০ ওভার বল করেছে। আর ফিল্ডিং করে ফিল্ডাররাও ক্লান্ত ছিল। তাই তাদের একটা সেশন বিশ্রামের প্রয়োজন ছিল। বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে আবারও ব্যাটিং দেওয়া হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের চিন্তা ছিল স্কোরবোর্ডে আরও ১৫০ থেকে ২০০ রান যোগ করার। সেই পরিকল্পনায় আমরা বেশ ভালোভাবেই সফল।’

শেষ দিনের পরিকল্পনা নিয়ে পূজারা বলেছেন, ‘প্রথম ইনিংসে বোলাররা খুব বেশি ভালো করতে পারেনি। বাংলাদেশ বেশ কয়েকটি জুটি করতে সক্ষম হয়েছে। কাল (সোমবার) শেষ দিনে আমাদেরকে অবশ্যই তাদের চেপে ধরতে হবে। আশা করি আমাদের বোলাররা সেটা করতে পারবে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব ওদের ৭টি উইকেট তুলে নেওয়া। যদিও উইকেট বোলারদের জন্য বেশ কঠিন। তারপর আমি আশা করছি, কয়েক সেশনের মধ্যেই ওদের অলআউট করে দেওয়া সম্ভব।’

উইকেটে তৃতীয় দিন থেকেই টার্ন করবে বলে আশা ছিল পূজারার। কিন্তু সেটা না হওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন তিনি, ‘আমি প্রত্যাশা করেছিলাম বল তৃতীয় দিন থেকেই টার্ন নেবে। কিন্তু আজকে থেকে বেশ কিছু বল ভালো টার্ন নিচ্ছিল। আশা করি কালকে এটা অব্যাহত থাকবে। উইকেটে বোলিং করার জন্য বেশ কঠিন। সেক্ষেত্রে বোলারদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে।’

রবিবার বিশ্বসেরা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ২৫০ উইকেট অর্জন করেছেন। মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরিয়ান মুশফিকের উইকেট নিয়ে দ্রুততম আড়াইশ উইকেট তুলে নেন এই ঘূর্ণি জাদুকর। সংবাদ সম্মেলনে পূজারা তাই অশ্বিনকে অভিনন্দন জানাতে ভুলে যাননি, ‘আমি মনে করি বেশিরভাগ দলের ব্যাটসম্যানই অশ্বিনকে খেলার ব্যাপারে ভয়ে থাকে। তাকে নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে। অশ্বিন আজ দ্রুততম ২৫০ উইকেট পেয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ