X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দিনশেষে বাংলাদেশ এগিয়ে ৩০৩ রানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৭, ১১:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১১:৫৬

নিউজিল্যান্ডের তিন উইকেটের মধ্যে দুটিই পেয়েছেন রাব্বি

তৃতীয় দিন সকালে সাব্বির রহমানের ঝলকে বাংলাদেশ ছয়শ ছুঁই ছুঁই স্কোরে প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বেশ ভালোভাবে সামাল দেওয়ার ইঙ্গিত দিয়েছিল সফরকারী বোলাররা। ২০৫ রানের ব্যবধানে প্রতিপক্ষের তিনটি উইকেট পায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় সেশনটা নিজেদের করে নেয় কিউইরা। তাদের বাঁহাতি ব্যাটসম্যান টম ল্যাথাম শক্ত প্রতিরোধ গড়েন হেনরি নিকলসকে নিয়ে। অবশ্য তৃতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩০৩ রানে এগিয়ে থাকল।

শনিবার বাংলাদেশ ৮ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। আর তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ড করেছে ৩ উইকেটে ২৯২ রান।

তৃতীয় দিনটা বাংলাদেশ শুরু করে ৭ উইকেটে ৫৪২ রানে। আগের দিনের ১০ রানে অপরাজিত সাব্বির রহমানকে সঙ্গ দিতে নামেন তাসকিন আহমেদ। অভিষেক টেস্টে মাত্র ৩ রান করলেও সাব্বিরকে ভালো সঙ্গ দিয়েছেন তিনি। তাসকিন ২০টি বল খেলে নেইল ওয়াগনারের চতুর্থ শিকার হন। এরপর কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে নবম উইকেটে ২৯ রানের অপরাজিত জুটি গড়ার পথে সাব্বির পান ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। নিজের তৃতীয় টেস্ট ম্যাচে ৮৫ বলে পঞ্চাশ ছোঁন তিনি। ব্যক্তিগত রানের খাতায় সাব্বির আরও ৪টি রান যোগ করার পর বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। ৮৬ বলে সাজানো তার অপরাজিত ৫৪ রানের ইনিংসটি।

ওয়াগনার নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

টেস্টে প্রথমবার উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাসকিন প্রথম সেশনের মাঝামাঝি সময়ে খেলতে নেমে ধীরেসুস্থে এগোতে থাকে নিউজিল্যান্ড। অবশ্য তাসকিন তার প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন। নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যখন ৩৫ রান তখন তৃতীয় স্লিপে থাকা সাব্বির জীবন দেন জিত রাভালকে। অবশ্য ২৪ রানে জীবন পাওয়া রাভাল ইনিংসটাকে লম্বা করতে পারেননি। রাব্বির প্রথম ওভারে তিনি ইমরুল কায়েসের তালুবন্দী হন। ২৭ রানে রাভালকে ফিরিয়ে প্রথম উইকেটটি পায় বাংলাদেশ।

উদ্বোধনী জুটিটি ল্যাথাম বড় করতে না পারলেও কেন উইলিয়ামসনকে নিয়ে ৭৭ রানের শক্ত জুটি গড়েন। অবশেষে এ জুটি ভেঙে তাসকিন পান তার টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। ৫৩ রানে উইলিয়ামসনকে সাজঘরে পাঠান তিনি। পরে রস টেলরকে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন ল্যাথাম।

সেঞ্চুরি উদযাপন করছেন ল্যাথাম চা বিরতির পর নতুন স্পেলে এসে রাব্বির দ্বিতীয় শিকার হন টেলর। ৪০ রানে এ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। কিন্তু ল্যাথাম ও নিকলস দাঁড়িয়ে যান। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেন ল্যাথাম। নিকলসকে নিয়ে অপরাজিত ৮৭ রানের জুটি গড়েছেন তিনি।

১৬৭ বলে ১২টি চারে শতক ছোঁন ল্যাথাম। ১১৯ রানে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তে ৩৫ রানে খেলছেন হেনরি নিকলস।

টাইগারদের নেওয়া তিন উইকেটের দুটি রাব্বির, অন্যটি তাসকিনের।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে