X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৪ রানে নেই বাংলাদেশের ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৭:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৭:৩৯

১৪ রানে নেই বাংলাদেশের ৩ উইকেট শক্ত হাতে দলের হাল ধরেছিলেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান। কিন্তু তাদের জুটিটি ভেঙে দিলেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ক্যারিয়ার সেরা ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত না করার আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন সৌম্য। বাঁহাতি এ ব্যাটসম্যান ১০৪ বলে ৮৬ রানে কলিন গ্রান্ডহোমের হাতে শর্ট কভারে ক্যাচ তুলে দেন। সাকিবের সঙ্গে ভাঙে তার ১২৭ রানের জুটি। পরের ওভারেই বোল্ট নিজের তৃতীয় শিকার বানান সাব্বির রহমানকে। ৭ রানে টিম সাউদির ক্যাচ হন ওয়েলিংটনে টানা হাফসেঞ্চুরির মালিক। সাউদির পরের ওভারে সাকিব ৫৯ রানে ক্যাচ দেন ওয়াটলিংকে। ১৪ রানে বাংলাদেশ হারায় তিন উইকেট। ক্রিজে নেমেছেন দুই নতুন মুখ নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। ৩৯ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করেছে বাংলাদেশ।

সকালটা বাংলাদেশের জন্য শুরু হয়েছিল হতাশা দিয়ে। টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব ও সৌম্যের শতাধিক রানের জুটিতে দলীয় বিপদ সামাল দেয় টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ২ উইকেট হারিয়ে তারা করে ১২৮ রান।  ৫৪ বলে ৬ চারে সৌম্য তার প্রথম টেস্ট ফিফটি পান। ৬৫ বলে ৮ চারে পঞ্চাশ ছোঁন সাকিব।

শুরুতেই হোঁচট। দলের মাত্র ৭ রানে টিম সাউদির পেসে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল (৫) উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ তুলে দেন। এরপর মাহমুদউল্লাহ (১৯) সাজঘরে ফিরেছেন বোল্টের বলে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে।

এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের। দলে মোট পরিবর্তন চারটি। ইনজুরিতে ইমরুল কায়েস, মমিনুল হক ও মুশফিকুর রহিমের ছিটকে যাওয়া পর বাদ দেওয়া হয়ছে শুভাশীষ রায়কে। কিন্তু তার জায়গায় দলে ফিরেছেন রুবেল হোসেন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত