X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টেস্ট নয়, ওয়ানডে অভিষেককে এগিয়ে রাখছেন মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৬ মার্চ ২০১৭, ২০:২১আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২০:২১

মেহেদী হাসান ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। অভিষেক ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের গুড়িয়ে দিয়ে ৭ উইকেট তুলে নেন মিরাজ। প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন একটিমাত্র উইকেট। মিরাজের সাফল্যের পরও দ্বিতীয় ইনিংসে সামান্য ভুলে ম্যাচটি হারে বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচে ভালো খেলেও দল হারায় কিছুটা হতাশ ছিলেন মিরাজ।

আর প্রায় ৫ মাস পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট অভিষেক হয় মিরাজের। টেস্টের চেয়ে ওয়ানডে অভিষেক ম্যাচটাকে এগিয়ে রাখছেন তিনি। কেন না দুই উইকেট প্রাপ্তির পাশাপাশি দল জিতেছে। এমন মুহূর্তে ওয়ানডে অভিষেকটাকেই ভালো মনে হচ্ছে তার।

টেস্ট আর ওয়ানডে ডেব্যু তুলনা করলে কোনটাকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘দুইটাই স্বপ্নের মতো হয়েছে। টেস্টে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট (আসলে ৭ উইকেট) নিয়েছি। কিন্তু ম্যাচটা আমরা জিতিনি। কিন্তু ওয়ানডেতে জিতেছি। আমার কাছে মনে হয়, ওয়ানডে অনেক ভালো হয়েছে। যে রকম চেয়েছিলাম, টেস্ট ও ওয়ানডে; দুই অভিষেকই তেমন হয়েছে। এখন এটা ধরে রাখতে হবে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সামনে আরও বড় সাফল্য অর্জন করার চেষ্টা করব। দেশের হয়ে বড় কিছু করার চেষ্টা করব।’

জাতীয় দলে টিকে থাকতে হলে বোলিংয়ের আরও উন্নতি আনতে হবে বলে মনে করেন মিরাজ, ‘আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে টিকে থাকতে গেলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ প্রতিপক্ষ আমাকে নিয়ে গবেষণা করবে। আমার দুর্বলতা খুঁজে বের করে আনবে। সুতরাং একই জায়গায় থেমে থাকলে হবে না। প্রতিনিয়ত আমাকে কষ্ট করতে হবে।’

/আরআই/এফএইচএম/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড