X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রিয়াংকার চকলেট ওয়ার্ল্ড

দায়িদ হাসান মিলন
৩১ মে ২০১৬, ১৬:৫৬আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:৫৬

প্রিয়াংকা ইসলাম

‘কি করব বুঝে উঠতে পারছিলাম না। গ্রাজুয়েশন শেষ করে বাসায় বসা। চাকরি খুঁজে হয়রান। হঠাৎ মাথায় এলো যখন ইচ্ছে তখনই চকলেট খাওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা। ৩ দিনের পরিকল্পনায় শুরু করেছিলাম’ বলছিলেন চকলেট ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা প্রিয়াংকা ইসলাম।

বর্তমানে তার এই প্রতিষ্ঠান চকলেটের জন্য বেশ সুপরিচিত। ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি চালু করেন এই অনলাইন ব্যবসা। যার নাম দেন চকলেট ওয়ার্ল্ড। মূলত প্রিয়াংকা আর সাইদ সোহেল -এই দু’জন মিলে চালু করেছিলেন প্রতিষ্ঠানটি। বর্তমানে ডেলিভারির দিকটা দেখভাল করেন সোহেল।

এতোকিছু থাকতে মাথায় চকলেট নিয়ে ভাবনাটা এলো কীভাবে? প্রিয়াংকার জবাব, আমি নিজেও চকলেট খেতে খুব পছন্দ করতাম। যখন-তখন চকলেট খেতে ইচ্ছে করতো। তখন ভাবতাম আমার মতো নিশ্চই অনেকেই আছে যারা চকলেটের জন্য পাগল। এই ভাবনা থেকেই আসলে চকলেট ব্যবসা।

তিনি আরও বলেন, এখন মানুষ ঘরে বসেই তাদের পছন্দের জিনিস পেতে চায়। ক্রেতারা অনলাইনে দেখে পছন্দমতো অর্ডার করে। তারপর আমরা সেগুলো পৌঁছে দিই। এজন্যই অনলাইন ব্যবসাকেই বেছে নিয়েছি।

তবে কেউ চাইলে সরাসরি গিয়েও চকলেট ওয়ার্ল্ড থেকে চকলেট সরবরাহ নিতে পারবনে। সেজন্য কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়ে রাখতে হবে। তা নাহলে খালি হাতে ফেরার সম্ভাবনা অনেক বেশি।

দ্বিতীয় বছরে পা রাখা চকলেট ওয়ার্ল্ড এখন বেশ ভালোই চলছে। প্রতিদিন ঢাকার বাইরে থেকে তারা অনেক অর্ডার পায়। ঢাকার বাইরে এসব চকলেট খুব একটা পাওয়া যায় না বলেই বাইরে থেকে অর্ডার বেশি আসে। চকলেট ওয়ার্ল্ড থেকে চকলেট কিনতে চাইলে তাদেরকে শুধু ফোন করে নাম-ঠিকানা, ফোন নম্বর আর পণ্য সম্পর্কিত তথ্য বললেই ক্রেতার কাজ শেষ। বাকি সব দায়িত্ব প্রতিষ্ঠানটির। এরপর সময়মতো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় ক্রেতার চকলেট।

সাঈদ সোহেল

চকলেট ওয়ার্ল্ডের সব চকলেটই দেশের বাইরে থেকে আনা হয়। ফলে ব্যবসা করতে যেতে এদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে কাস্টমস। সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও বর্ডার ও ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় বলে অভিযোগ প্রিয়াংকার। বিশেষ করে বেনাপোল সীমান্তে তাদের এই সমস্যাটা বেশি হয়।

চকলেট ওয়ার্ল্ডের ভবিষ্যত পরিকল্পনা হলো ছোট একটা শো-রুম দিয়ে নতুনভাবে কাজ শুরু করা। যেখানে সব ধরনের চকলেটের পাশাপাশি থাকবে ডেজার্টের অপশন। মূলত জন্মদিন কিংবা যেকোনও অনুষ্ঠানে যেকেউ তাদের পছন্দের চকলেটটি যেন সরাসরি এসে নিতে পারেন সে কারণেই এ পরিকল্পনা।

উদ্যোক্তা হতে চায় এমন সবার উদ্দেশে তিনি বলেন, নিজের উপর বিশ্বাস রাখা খুব জরুরি। আশেপাশে অনেক কিছু আছে যা নিয়ে নতুন ‘বিজনেস’ শুরু করা যায়। পরিশ্রম, কঠোর পরিশ্রম দিয়ে অবশ্যই সাফল্য লাভ করা যায় বলে আমি মনে করি। তাই পরামর্শ থাকবে কাজ ছোট হোক, বড় হোক নিজের ইউনিক আইডিয়া দিয়ে শুরু করে দেয়া উচিৎ। চকলেট ওয়ার্ল্ডের ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/chocolateworldsp/?fref=ts

/এইচএএইচ/

 আরও পড়তে পারেন:  সব সময় কানে ‘ইয়ারফোন’ নয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ