X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রোকসানার অনলাইন সুইট পটেটো

দায়িদ হাসান মিলন
২৪ জুন ২০১৬, ১৮:৩১আপডেট : ২৪ জুন ২০১৬, ১৮:৩১

রোকসানা

রোকসানা রশীদের তাঁতের শাড়ির অনলাইন ব্যবসার নাম সুইট পটেটো। দেশে- বিদেশে তিনি এসব শাড়ি ডেলিভারি দিয়ে থাকেন। বর্তমানে তার এই সুইট পটেটো সবার মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ঈদ উপলক্ষে সুইট পটেটোতে এসেছে নানা রঙয়ের শাড়ি। রোকসানা তার এসব শাড়ি দিয়ে একটি গল্প বানিয়েছেন। গল্পটি সুইট পটেটোর ফেসবুক পেজে দেওয়া আছে। গল্পটা এরকম-

একটি পরিবারের দুই পুত্রবধু, আর তিন কন্যার ঈদ উদযাপনকে ঘিরে এই গল্প। বড় বউ বিশ্ববিদ্যালয়ের লেকচারার এষা,বিয়ে হয়েছে এক বছর হলো...
ছোট বউ সানজানা সদ্যবিবাহিতা, মাস্টার্স করছে- বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম ঈদ।
এই দুই বউয়ের ছুটির দিনের সঙ্গী তাদের তিন ননদ। কর্পোরেট চাকরিজীবী, সিরিয়াস ক্যারিয়ারিস্টিক ননদ তরী, আর সদ্য কলেজ পেরুনো যমজ ননদ তাসফিয়া-সিনথিয়া।
এই পাঁচজনের ঈদের ছুটি নিয়েই সাজানো আমাদের এই গল্পগাঁথা।

এই গল্পে একেকজনকে একেকরকম শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। সেখান থেকে যে কেউ তাদের পছন্দের শাড়ি নিতে পারবেন। এ সম্পর্কে রোকসানা বলেন, শাড়ি নিয়ে গল্পের ধারণাটা একেবারেই নতুন। একই পরিবারে বেশ কয়েকজন মেয়ে থাকলে তারা কী ধরনের শাড়ি এই ঈদে পরতে পারেন তা নিয়েই এই গল্প।

সুইট পটেটোর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। রোকসানা এবং তার স্বামী নওশাদ হক পহেলা বৈশাখকে সামনে রেখে এ ব্যবসা চালু করেছিলেন।

শুরুতে রোকসানার ইচ্ছে ছিল চাকরির পাশাপাশি কিছু করবেন। তিনি নিজে পছন্দ করতেন তাঁতের শাড়ি। তারপর সেই পছন্দের বিষয় নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। কিন্তু তার চাকরির পাশাপাশি ব্যবসা করা হয়নি। তিনি এখন চাকরি করছেন না; ব্যবসাটাই করছেন। ব্যবসাকেই নিয়েছেন পেশা হিসেবে।

সুইট পটেটোর বেশীরভাগ তাঁতের শাড়ি টাইঙ্গাইল থেকে আনা হয়। কিছু আনা হয় নরসিংদী থেকে।

বর্তমানে খুব ভালো অবস্থায় থাকা সুইট পটেটোর শুরুটা একেবারে সহজ ছিল। নানা ধরনের বাধা অতিক্রম করে প্রতিষ্ঠানটি আজ এ পর্যায়ে এসেছে। অনলাইনে মানুষ আসলেই শাড়ি কিনবে কিনা, কিনলেও তারা টাকা পরিশোধ করবে কিভাবে কিংবা ক্রেতাদের শাড়ি পছন্দ হবে কিনা এসব বাধা অতিক্রম করতে হয়েছে রোকসানার।

সুইট পটেটো দেশের বাইরেও শাড়ি সরবরাহ করে বলে রোকসানার আরেকটি বড় বাধা ছিল বিদেশে ঠিকমতো সেগুলো ডেলিভারি দেওয়া। পোস্ট অফিসের সাহায্যে তিনি সে বাধা অতিক্রম করেছেন।

ফেসবুক পেজের ঠিকানা:  https://web.facebook.com/sweetpotato.bd/?fref=ts

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: বিক্রির শীর্ষে বিনোদন পণ্য, ট্যাব, ডিজিটাল ক্যামেরা ও স্মার্টফোন



সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?