X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘৪ উদ্দেশ্যকে সামনে রেখে’ সাইবার হুমকি চিহ্নিত করার চেষ্টা

হিটলার এ. হালিম
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১০



সাইবার হামলা চারটি উদ্দেশ্যকে সামনে রেখে সাইবার হুমকি চিহ্নিত ও সাড়াদান বিষয়ক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। অব্যাহতভাবে সাইবার নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়ায় তার সূত্র তালাশ ও সমাধান করতে সংশ্লিষ্ট বিভাগ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন টেলিযোগাযোগ অধিদফতর প্রস্তাবিত ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে টেলিযোগাযোগ বিভাগ সাইবার জগতকে তথা দেশের মানুষকে নিরাপদ সাইবার দুনিয়া উপহার দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

গত বুধবার সকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই প্রকল্প নিয়ে মতবিনিময় করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও অধিদফতর, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে প্রকল্পের বিষয়ে আলাপ হলেও কোনও কিছু চূড়ান্ত হয়নি। আরও বেশি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট সব পক্ষের মত নিয়ে তা চূড়ান্ত করা হবে বলে বৈঠকে উপস্থিত ওই সূত্র নিশ্চিত করেছেন। তবে এই নিরাপত্তা এজেন্সি বা সংস্থা কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে নাকি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ পৃথকভাবে করবে, সে বিষয়টির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। সূত্রটি জানায়, বৈঠকে শুধুমাত্র নিরাপত্তার বিষয়টিই আলোচিত হয়েছে এবং যে চারটি উদ্দেশ্যকে সামনে নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়ে অনেকে আবার দ্বিমতও পোষণ করেছেন। তিনি আরও জানান, আলোচনায় যে যে বিষয় উঠে এসেছে, সেসবের বিশ্লেষণ করা হবে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের মাধ্যমে দেশের প্রাইভেট আইপি (ইন্টারনেট প্রটোকল) ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা, বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় এমন কনটেন্ট ব্লক করা এবং কূরচিপূর্ণ, বাজে ও নোংরা ওয়েবসাইটে প্রবেশ প্রতিরোধ করা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।’

/এইচএএইচ/এবি/

আরও পড়ুন
নষ্ট কম্পিউটার কোথায় যায়?

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে