X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সেরা স্টার্টআপের খোঁজে

মাহবুবুর রহমান
১৩ অক্টোবর ২০১৬, ১৭:৪৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৪৫

বলছেন জুনাইদ আহমেদ পলক

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বেটার স্টোরিজ বাংলাদেশের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো ‘সিডস্টার্স ওয়ার্ল্ড ২০১৬’ -এর আঞ্চলিক পর্ব শুরু হতে যাচ্ছে। আগামী ১৯ অক্টোবর থেকে এ যাত্রা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সেক্রেটারি শ্যাম সুন্দর সিকদার, উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, হোয়াইট বোর্ডের ব্যবস্থাপক ফয়সাল কবির, সিডস্টার্স ওয়ার্ল্ড -এর এশিয়া প্রতিনিধি নিক ফেনেক, বেটার স্টোরিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনোয়ার এবং সিডস্টার্স ওয়ার্ল্ড ঢাকার প্রোগ্রাম লিড শাহরিয়ার রহমান। টেকসই উদ্ভাবনী উদ্যোগে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করতে বিশ্বের ৬৫টি দেশে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতার আয়োজন করেছে সুইজারল্যান্ডভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান সিডস্টার্স। বিকাশমান বাজারকে লক্ষ্য করে সেরা স্টার্ট আপের খোঁজেই মূলত এই প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে এসব তথ্যই তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, কায়িক শ্রম থেকে আমাদের দেশ আজ মেধানির্ভর আইসিটি খাতের দিকে ধাবিত হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের জন্য আমাদের প্রয়োজন উদ্ভাবনী ধারণা। পশ্চিমা স্টার্টআপ ও করপোরেশনগুলো আমাদের স্থানীয় অভাব ও প্রয়োজনের সঙ্গে পরিচিত নয়। তাই উদ্ভাবনার ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করাটাই প্রধান লক্ষ্য হতে হবে। বিকাশমান স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ ইকোসিস্টেম থেকে আরও শিখতে হবে। এ কারণেই আইসিটি বিভাগ সিডস্টার্স ওয়ার্ল্ড -এর সঙ্গে সংযুক্ত হয়েছি। তিনি বলেন, এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সিডস্টার্স ওয়ার্ল্ড আঞ্চলিক সম্মেলনে একটি প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছি। আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সিডস্টার্স  ওয়ার্ল্ডের আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। তিনি জানান, সিডস্টার্স যে বিনিয়োগ করবে বাংলাদেশে তার সমপরিমাণ ম্যাচিং ফান্ড -এরও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শুরুতেই গত বছরের ঢাকা পর্ব প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন সিডস্টার্স ওয়ার্ল্ড -এর এশিয়া প্রতিনিধি নিক ফেনেক। একই সঙ্গে এবারের প্রতিযোগিতাটি কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি উপস্থাপন করেন।

আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, আইটি ও আইটিইএস প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন হিসেবে আইসিটি বিভাগ সবসময় স্টার্টআপ প্রতিষ্ঠানের পাশে রয়েছে। আগামীতেও স্টার্টআপবান্ধব নীতিমালা ও আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দেবে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষ’র ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, দেশে স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষ যেকোনও উদ্যোগ নিতে প্রস্তুত।   

সিডস্টার্স ওয়ার্ল্ড প্রোগ্রাম লিড শাহরিয়ার রহমান বলেন, দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোগগুলোর মধ্য থেকে দীপ্তমান সেরা উদ্যোগটি বের করে নিয়ে আসতে সিডস্টার্স বদ্ধপরিকর। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী