X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞ ডিজিটাল ওয়ার্ল্ড শুরু বুধবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৫৯

সংবাদ সম্মেলনে জুনাইয়ে আহমেদ পলক ‘নন স্টপ বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির মহাযজ্ঞ ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। আগামী ১৯ অক্টোবর রাজধানীর কুড়িলের বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিটিতে (আইসিসিবি) এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সরকারের আইসিটি উপদেষ্টা পরিষদের সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু জানান, ‘বাংলাদেশে এটি চতুর্থবারের মতো আয়োজন। যার স্লোগান ‘নন স্টপ বাংলাদেশ’।  তিনদিনব্যাপী এ আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ আয়োজনে অংশ নেবেন নেপাল, উগান্ডা, ভুটান, সৌদি আরব, সুরিনাম, ভিয়েতনাম এবং মালদ্বীপের বিভিন্ন দফতরের মন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবীর বিন আনোয়ার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, বেসিসের সভাপতি মোস্তফা জব্বার, তথ্য অধিদফতেরর প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী।

তথ্য ও যোগযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আইসিটি খাতে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। ই-গভর্নেন্স, মানবসম্পদ, অল কানেক্টিটিভি, ইন্ডস্ট্রি প্রোমোশন বিষয়গুলোর গুরুত্ব দিয়ে সরকারের আইসিটি বিভাগ কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়। এটি এখন বাস্তবতা। যার সুফল জনগণ ইতোমধ্যেই পেতে শুরু করেছে। ছাত্র-শিক্ষকের মিলনমেলায় পরিণত হবে ওই তিনদিনের আয়োজন। ২০১৮ সালের মধ্যে দেশের ৪ হাজার ইউনিয়ন পরিষদ ডিজিটাল তথ্যকেন্দ্রের আওতায় চলে আসবে। ২০২১ সালের মধ্যে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করবে আইসিটি খাত।’

তিনি আরও বলেন, ‘সরকারি বেসরকারি ব্যবসায়ীদের মধ্যে ম্যাচম্যাচিং করাটাই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় কোনও প্রবেশ ফি নেই। এবারের মেলার জন্য ৯ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। যা গত বছরের সমান।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর কল্পকাহিনী নয়। সারা বাংলাদেশ এখনও ইন্টারনেটের আওতায় এসেছে। দেশের ৬৫ শতাংশ জনগণের বয়স ৩৫ বছরের নিচে। আইসিটি খাত তাদের প্রত্যেককে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে। এদের আইসিটি খাতে দক্ষ করে গড়ে তোলা হবে। দেশের সাইবার জগত এখন প্রসারমান। তবে সাইবার জগতের দুটি হুমকি আছে। একটি হলো সাইবার অপব্যবহার করে সংগঠিত অপরাধ ও অন্যটি হলো জঙ্গি সন্ত্রাস।’

তিনি আরও বলেন, ‘এসব হুমকির জন্য আইন করা হচ্ছে। আজ থেকে সাত বছর আগে সরকার এ কর্মসূচি শুরু করে। তখন ছিল সেটা মানুষের মন জয় করার পর্ব, এখন এ পর্ব শেষ হয়েছে। এখন চলছে উড্ডয়ন পর্ব। এরপর হবে স্থিতিশীল পর্ব।’ তিন দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে ২১ অক্টোবর পর্যন্ত।  

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?