X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বৈধতা পাওয়ার আগেই ভাড়া বাড়িয়েছে উবার

চৌধুরী আকবর হোসেন
২৪ জানুয়ারি ২০১৭, ১৯:০২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:০৪

উবার

ঢাকার রাস্তায় নামার দুই মাস পার হলেও এখনও অবৈধ মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবার। বরং বৈধতা পাওয়ার আগেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তোয়াক্কা না করেই ভাড়া বাড়িয়েছে উবার। তবে প্রতিষ্ঠানটির বৈধতা নেই বলে উবারের ভাড়া বাড়ানো নিয়ে ভাবছে না বিআরটিএ। অবশ্য, প্রতিষ্ঠানটিকে কোনও প্রক্রিয়ায় বৈধতা দেওয়া যায় সেটি নির্ধারণের সুপারিশ জানাতে কমিটি করেছে বিআরটিএ।

গত ২০ জানুয়ারি ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় উবার। এক বিজ্ঞপ্তিতে উবার জানায়, যাত্রীদের কিলোমিটার প্রতি ১৮ টাকার পরিবর্তে ভাড়া দিতে হবে ২১ টাকা। মিনিট প্রতি দুই টাকার পরিবর্তে তিন টাকা হারে চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে  প্রাথমিক ভাড়া ৫০ টাকা। ভাড়ার জন্য গাড়ি ডেকে বাতিলের চার্জ ৫০ টাকা। ২৩ জানুয়ারি থেকে এ ভাড়া কার্যকর করে ‍উবার।

উবার বিশ্বের ৭৪ দেশে ট্যাক্সি সেবা দিয়ে যাচ্ছে। গত ২২ নভেম্বর বাংলাদেশে ঢাকায় অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা চালু করে উবার। যদিও বিআরটিএ উবার’কে ' অবৈধ’ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। শুরু হয় উবার নিয়ে আলোচনা সমালোচনা। সেসময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশ্বস্ত করে জানান, উবার নিয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত সমাধান হবে।

তবে দু’মাস পার হলেও কোন আইনগত বৈধতা পায়নি উবার। মোবাইলে অ্যাপসের মাধ্যমে সহজে ট্যাক্সি পাওয়ার কারণে জনপ্রিয় হয়ে উঠে উবার। গণপরিবহনের সঙ্কট দূর করতে উবার’কে  আইনগত বৈধতা দেওয়ার পক্ষে মত দেন অনেকেই। তবে দুমাস না পার না হতেই ভাড়া বাড়ানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের প্রচলিত আইনে গণপরিবহনের অনুমোদন, ভাড়া নির্ধারণ করে বিআরটিএ। উবার বৈধতা পাবার আগেই বিআরটিএ’র অনুমোদন ছাড়া ভাড়া বাড়ানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

উবারের ভাড়া বাড়ানো প্রসঙ্গে বিআরটিএ’র পরিচালক (প্রকৌশল) নূরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের গণ পরিবহনগুলোকে দেশের প্রচলিত আইন মেনে বিআরটিএ’র অনুমোদন নিতে হয়। বিআরটিএ’র সঙ্গে পর্যালোচনা করে এসব পরিবহনের ভাড়া নির্ধারিত হয়। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইচ্ছেমতো ভাড়া বাড়ানোর কোনও সুযোগ নেই। উবার বাংলাদেশে এখনও অবৈধ। ফলে তাদের কার্যক্রম নিয়ে বিআরটিএ’র ভাবনা নেই।

তবে উবার’কে বৈধতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নূরুল ইসলাম। তিনি বলেন, উবারকে কোন প্রক্রিয়ায় বৈধতা দেওয়া যায়, সেটি নির্ধারণ করতে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ঠিক করা হবে সব কিছু।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চলমান সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
চলমান সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে