X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

টাওয়ারের বিকিরণ নিয়ে অভিযোগ আসেনি: বিটিআরসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৯:৩৩

ড. শাহজাহান মাহমুদ নেটওয়ার্ক সচল রাখতে মোবাইল ফোন অপারেটরগুলোর টাওয়ার থেকে কোনও ধরনের বিকিরণ এবং তা থেকে শরীরে ক্যানসারসহ দুরারোগ্য রোগ-ব্যাধি হয় কিনা তা নিয়ে এখনও কোনও অভিযোগ পায়নি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকালে রাজধানীর একটি হোটেলে ই-ডটকো নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বাঁশের তৈরি মোবাইল টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘মোবাইল ফোনের টাওয়ার থেকে কোনও ধরনের বিকিরণ হয় কিনা তা আমরা এখনও পর্যন্ত পরিমাপ করিনি। আমাদের কাছে এখনও কেউ তথ্যপ্রমাণসহ অভিযোগ করেননি।’

বাঁশের তৈরি টাওয়ার ড. শাহজাহান মাহমুদ আরও বলেন, ‘মোবাইল ফোনের ব্যবহার বিষয়ে একটা ভুল ধারণা আছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকাসহ উন্নত দেশগুলো এ নিয়ে অনেক গবেষণা চালিয়েছে। কিন্তু মোবাইল ফোন ব্যবহার করলে ক্যানসার হওয়ার বিষয়টি এখনও সঠিক প্রমাণিত হয়নি।’
টাওয়ার ব্যবহারের জন্য কোনও গাইডলাইন তৈরি করা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের গাইডলাইন তৈরি করার কিছু নেই। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) নিজস্ব একটি গাইডলাইন আগে থেকেই আছে। আইটিইউ নিশ্চয়ই সবকিছু বিচার-বিশ্লেষণ করে এবং ডাক্তারি দিকগুলো ভেবেই গাইডলাইন তৈরি করেছে।’
এদিকে আগামী ১০ এপ্রিলের মধ্যে মোবাইল টাওয়ারের বিকিরণ প্রতিবেদন দাখিল করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা প্রসঙ্গে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘নির্দেশনা অনুযায়ী কোন মোবাইল ফোন অপারেটরের টাওয়ারের বিকিরণ মাত্রা কত তা পরীক্ষা–নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেবো আমরা। এক্ষেত্রে আইটিইউ থেকে নির্ধারণ করে দেওয়া মাত্রার তুলনায় বিকিরণ বেশি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে ই-ডটকো’র বাঁশের তৈরি মোবাইল টাওয়ারের প্রশংসা করে ড. শাহজাহান মাহমুদ বলেছেন, ‘আমি চাই হোমগ্রোন প্রযুক্তি প্রতিষ্ঠা পাক, বেড়ে উঠুক।’
/এইচএএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ