X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রতিটি ইউনিয়ন দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আসবে

দায়িদ হাসান মিলন
২৩ মে ২০১৭, ১৬:৩২আপডেট : ২৩ মে ২০১৭, ১৬:৩২

ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী বলেন, সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে সরকার। অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের প্রতিটি ইউনিয়নকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকালে ঢাকা কলেজে জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিবিদ ও বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বর্তমান সময়ের তরুণদের বিশ্বজয়ের স্বপ্ন দেখতে বলেছেন। কলেজ সিলনায়তনে বক্তৃতাকালে বারবার অনুপ্রেরণাদায়ক কথার মাধ্যমে হাজারো তরুণকে উজ্জীবিত করে তোলেন তিনি।
এ সময় মোস্তাফা জব্বার বলেন, তরুণদের পৃথিবী জয়ের স্বপ্ন দেখতে হবে, পাশাপাশি আত্মবিশ্বাস রাখতে হবে। যে কাজই সামনে আসুক না কেন সেটা সঠিকভাবে করার মানসিকতা তৈরি করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের কাছেই অনুসরণীয়। আমরা আমাদের কাজের মাধ্যমে এ পর্যায়ে এসেছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা, কলেজের শিক্ষকবৃন্দ, বেসিসের কর্মকর্তাসহ ইন্টারনেট সপ্তাহে আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার শুরু হওয়া সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান চলবে বুধবার পর্যন্ত।
প্রসঙ্গত, সরকারের বিভিন্ন সেবা, ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ের প্রচার-প্রসার ও ইন্টারনেট গ্রাহক বাড়াতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে জাতীয় ইন্টারনেট সপ্তাহ-২০১৬ (২৩ মে ২০১৭)।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এই মেলার আয়োজন করেছে। ঢাকায় বৃহৎ এই মেলার পাশাপাশি বাংলাদেশের সবকটি উপজেলায়ও পালিত হবে দেশের সর্ববৃহৎ এই ইন্টারনেট উৎসব।

এবারের জাতীয় ইন্টারনেট সপ্তাহে দেশের শীর্ষস্থানীয় প্রায় ২৫টি ই-কমার্স কোম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নিজস্ব স্টলে তারা তাদের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরছেন। এছাড়া দু’দিনে ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট