X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

কবি নির্মলেন্দু গুণের ফেসবুক আইডি হ্যাকড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৬:৪৩আপডেট : ২২ জুন ২০১৭, ১৭:০৫

নির্মলেন্দু গুণ কবি নির্মলেন্দু গুণের ফেসবুক আইডি আবারও হ্যাকিংয়ের শিকার হলো। বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে তিনি নিজের আইডি ওপেন (চালু) করতে পারছেন না। তার আশঙ্কা, হ্যাকাররা তার আইডিতে অনুপ্রবেশ করে পাসওয়ার্ড বদলে দিয়েছে।

বুধবার দিবাগত রাতে সেহরির সময় সবশেষ ফেসবুক ব্যবহার করতে পেরেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান কবি নির্মলেন্দু গুণ। সকালে ঘুম থেকে জেগে তিনি আর নিজের আইডিতে ঢুকতে পারছেন না।

নির্মলেন্দু গুণ বলেন, “গতকাল (বুধবার) ‘আমার ৭৩তম জন্মদিনের ভাবনা’ নামে একটি পোস্ট প্রকাশ করি ফেসবুক ওয়ালে। ওই পোস্ট অর্ধশতাধিকবার শেয়ার হয়েছিল। এছাড়া চার শতাধিক কমেন্ট এবং দেড় হাজারের মতো লাইকও পড়েছিল। আইডি হ্যাক হওয়ায় আর কিছুই নেই। বিভিন্নজন বিভিন্ন সময়ে আমার সঙ্গে ছবি তুলেছিলেন সেসব ছবি ছিল। কমেন্টের জায়গায় সেসব ছবিও শেয়ার করেছিলেন। আমাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখা আর্টিকেলও জুড়ে দিয়েছিলেন।”

ওইসব কমেন্ট, মতামত, আর্টিকেল ইত্যাদি নিয়ে একটি সংকলন (বই) প্রকাশের পরিকল্পনা করেছিলেন কবি। কিন্তু আইডি হ্যাক হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। এখন তিনি বিপন্ন বোধ করছেন বলেও জানালেন বাংলা ট্রিবিউনকে। তার ভাষ্য, ‘এসব হারিয়ে ফেলায় বেশি ক্ষতি বোধ করছি।’

এদিকে আইডি উদ্ধারের জন্য বিটিআরসির (টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছে অভিযোগ করলে নির্মলেন্দু গুণকে একটি আবেদন পাঠাতে বলেন তিনি। কবি একটি আবেদন বিটিআরসিতে পাঠিয়ে দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এর আগেও দু’বার নির্মলেন্দু গুণের ফেসবুক আইডি ডিজঅ্যাবল (নিষ্ক্রিয়) হয়ে গিয়েছিল। এ কারণে তাকে নতুনভাবে আবার আইডি খুলতে হয়েছে। তিনি আরও জানান, এবারের জন্মদিনের প্রাক্কালে ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে একটি লেখা পোস্ট করেছিলেন। তার ধারণা, ‘ওই লেখায় সরকার বিব্রত হলেও হতে পারে। এছাড়া আমার আইডি হারিয়ে যাওয়ার আর কোনও কারণ নেই।’

কবি মনে করেন, ‘কোনও লেখা কারও পছন্দ না হলে অ্যাডমিন (ফেসবুকের) আমাকে ওই পোস্টটি সরিয়ে নিতে বলতে পারে। কিন্তু সেজন্য আমার আইডি গায়েব হয়ে যেতে পারে না। কারণ এসব ছাড়া আরও কতশত লেখা আছে সেখানে। হাজারও বন্ধু আমার। এখন সব শুন্য।’

/এইচএএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আইনমন্ত্রী
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
১০ নম্বর মহাবিপদ সংকেত সত্ত্বেও ঝুঁকি নিয়ে খেয়া পারাপার
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
চেজ ঝড়ের পর মোটির স্পিনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান