X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গুগল প্লে থেকে বিক্রি করা যাবে দেশি অ্যাপস

টেক রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৮:৫৬

প্রতিমন্ত্রী পলকের সঙ্গে সাক্ষাৎ করেন গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অঞ্জলি জোশি বাংলাদেশ থেকে গুগল প্লে ব্যবহারের সুবিধা থাকলেও বাংলাদেশি অ্যাপ ডেভেলপাররা অ্যাপস বিক্রি করতে পারতেন না মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে না পারার কারণে। সেই বাধা এখন আর নেই। বাংলাদেশি ডেভেলপাররা এখন থেকে ডেভেলপাররা অ্যাপ বিক্রি করতে পারবেন। গতকাল রাতে (মঙ্গলবার) গুগলের সাপোর্ট সেন্টার লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করেছে। এর ফলে বাংলাদেশের অ্যান্ড্রয়েড ডেভেলপাররা বাংলাদেশ থেকে এই টেক জায়ান্টের অ্যাপ্লিকেশন বাজার গুগল প্লে-তে অ্যাপ বিক্রি করতে পারবেন।
এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের দাবি আজ  পূরণ হলো। গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলাম। সেই বৈঠকে আমাদের অন্যতম এজেন্ডা ছিলো, বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-অ্যাপ্লিকেশন পেমেন্ট ও পেইড-অ্যাপ্লিকেশন পাবলিশ করা সম্ভব। গত মাসে গুগলের উচ্চপদস্থ প্রতিনিধিরা আইসিটি বিভাগের সঙ্গে আবারও বৈঠকে বসে। আমি সেই বৈঠকে আবারও বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে তাদের প্রাণের এই দাবি উত্থাপন করি। আজ গুগলের মার্চেন্ট অ্যাকাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করলো।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, গুগল মার্চেন্টের এই সুবিধা আমাদের দেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং মোবাইল অ্যাপ্লিকেশন ও গেম ডেভেলপমেন্টকে আরও প্রসারিত করবে। এর ফলে আমাদের দেশীয় গেম ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের বৈশ্বিক পদচারণা বাড়বে বলে আমি বিশ্বাস করি।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা