X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

৫জির পরীক্ষামূলক অপারেশন এ বছরেই: মোস্তাফা জব্বার

নুরুন্নবী চৌধুরী
১৩ জুন ২০১৮, ২০:৩৭আপডেট : ১৩ জুন ২০১৮, ২০:৩৭

বলছেন মোস্তাফা জব্বার এ বছরেই ৫জির পরীক্ষামূলক অপারেশন শুরু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল মঙ্গলবার ঢাকার কাওরান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি উল্লেখ করেন, আমরা যেহেতু এখন ৪জি প্রযুক্তিতেই আছি তাই আমাদের এর পরবর্তী পর্যায়ে যেতে হবে। আর সেটা হচ্ছে ৫জি। এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো সফলভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এখন আমরা স্যাটেলাইট-২ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে ফ্রান্স দ্বিতীয় স্যাটেলাইটের ক্ষেত্রে সহায়তা দিতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
বিআইজেএফের নতুন কার্যালয় উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠানে ছিল ‘প্রযুক্তি বাজেট’ নিয়ে বিশেষ আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক এ ইউ খান জুয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক-সহ বিআইজেএফের সদস্যরা।

অনুষ্ঠানে বাজেটে তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ এবং এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের যে বিষয়গুলোতে আরও নজর দেওয়া প্রয়োজন সেগুলোও তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর এমন দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফা জব্বার বলেন, বাজেটে তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে ঈদের পরে আমি আবার অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। তিনি সব সংগঠনগুলোকে তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো লিখিত আকারে জমা দেওয়ার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিআইজেএফ সভাপতি আরাফাত সিদ্দিকী সোহাগ ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড