X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ফেসবুকের চিপ বানাবেন গুগলের শীর্ষ প্রকৌশলী

দায়িদ হাসান মিলন
১৪ জুলাই ২০১৮, ২২:০০আপডেট : ১৪ জুলাই ২০১৮, ২২:০৪

ফেসবুকের চিপ বানাবেন গুগলের শীর্ষ প্রকৌশলী

সার্চ জায়ান্ট গুগলের প্রথম সারির এক প্রকৌশলীকে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক। শাহরিয়ার রবি নামের এই প্রকৌশলী ফেসবুকের নিজস্ব চিপ ডিজাইন প্রকল্পে নেতৃত্ব দেবেন। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জ ও অ্যানগেজেট এ খবর জানিয়েছে।

দ্য ভার্জের খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে নিজস্ব চিপ তৈরির প্রকল্প হাতে নেয় ফেসবুক। এরপর সার্ভার ও গ্রাহকদের হার্ডওয়্যারে ব্যবহার উপযোগী চিপ তৈরির জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে শাহরিয়ার রবিকে নিয়োগ দেওয়া হয়েছে।

অ্যানগেজেটের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে অ্যাপলের কিছু শীর্ষ চিপ ডিজাইনারকে নিয়োগ দেয় গুগল। এবার সেই দলেরই অন্যতম চিপ ডিজাইনার রবিকে নিয়োগ দিয়েছে ফেসবুক। রবি এখন থেকে ফেসবুকের একজন ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব সিলিকন হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে বেশিরভাগ টেক জায়ান্ট নিজস্ব চিপ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। এই প্রবণতায় সম্প্রতি যোগ দিলো ফেসবুক। আগে চিপের জন্য ইন্টেল কিংবা কোয়ালকমের ওপরই নির্ভর করতো প্রতিষ্ঠানগুলো। কিন্তু এখন নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে তারা।

আইওএসের জন্য অ্যাপল নিজস্ব কাস্টম প্রসেসর তৈরি করছে গত প্রায় এক দশক ধরে। এ ছাড়া, সম্প্রতি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য কাজের জন্যও চিপ তৈরি শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ম্যাক কম্পিউটারে ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজস্ব প্রসেসর ব্যবহার করবে অ্যাপল।

এদিকে, চলতি বছরের শুরুতে অ্যামাজনও নিজস্ব চিপ তৈরি শুরু করে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট স্পিকারের বিশেষ কয়েকটি ফিচারের জন্য এই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, পিক্সেল স্মার্টফোনের জন্য গুগল নিজস্ব কাস্টম ভিজ্যুয়াল কোর চিপ তৈরি করেছে। গুগলের এ ধরনের চিপ ডিজাইনকারী দলের একজন ছিলেন ফেসবুকে যোগ দেওয়া শাহরিয়ার রবি। এখন থেকে তিনি ফেসবুকের জন্য কাস্টম প্রসেসর তৈরির কাজ করবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?