X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন না করার আহ্বান

দায়িদ হাসান মিলন
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৬

গোলটেবিল বৈঠক প্রস্তাবিত ডিজিটাল কমার্স নীতিমালা সংশোধনের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন না করার আহ্বান জানিয়েছেন দেশীয় ই-কমার্স উদ্যোক্তারা। অতি সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এমন আহ্বান জানান তারা।

দুই মাস আগে ডিজিটাল কমার্স নীতিমালা গৃহীত হয়। ই-কমার্স খাতে কোনও বিদেশি কোম্পানির ৪৯ শতাংশের বেশি মালিকানা থাকতে পারবে না বলে উল্লেখ রয়েছে ওই নীতিমালায়। কিন্তু সরকার এই নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তীত নীতিমালায় থাকছে না বিদেশি মালিকানার সীমা।

আর এতেই অস্তিত্ব বিপন্নের আশঙ্কা করছেন উদ্যোক্তা সমাজ। তারা জানান, শর্তহীন শতভাগ বিদেশি মালিকানা অনুমোদন দেওয়া হলে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। উদ্যোক্তারা বলেন, ইতিমধ্যে একটি বিদেশি মালিকানাধীন ই–কমার্স প্রতিষ্ঠান বাজারে পণ্যের দাম কৃত্রিমভাবে কমিয়ে বাজার দখলের উদ্যোগ নিয়েছে। শর্তহীন শতভাগ মালিকানা দিলে এ ধরনের ঘটনা আরও বাড়বে এবং দেশীয় উদ্যোক্তারা হুমকির মুখে পড়বে।

দেশীয় উদ্যোক্তারা সম্ভাব্য সংকট সমাধানে কয়েকটি শর্ত তুলে ধরেছেন। তাদের দাবি, দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও দেশীয় কর্মসংস্থান নিশ্চিত করতে কয়েকটি শর্ত সাপেক্ষে ৫০-১০০ শতাংশ বিদেশি মালিকানার অনুমতি দেওয়া যেতে পারে।

এই শর্তগুলোর মধ্যে রয়েছে, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কোনও একক বিনিয়োগ হিসেবে আসতে পারবে না। ‘বিদেশে নিবন্ধিত হোল্ডিং ইনভেস্টমেন্ট কোম্পানি’ হিসেবে আসতে হবে এবং বিদেশে নিবন্ধিত হোল্ডিং কোম্পানি ন্যূনতম ৫ ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার থাকতে হবে। শুধু এই শর্তেই, সেটি বাংলাদেশের কোন ই-কমার্স কোম্পানির ১০০ ভাগ শেয়ার মালিকানায় নিতে পারবে।

ই-কমার্স কোম্পানির টেকনোলজি প্ল্যাটফর্ম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিবিদের মাধ্যমে তৈরি হতে হবে। সব ধরনের ডাটা বাংলাদেশের অভ্যন্তরে হোস্টেড হতে হবে। শুধু ‘মার্কেট-প্লেস’ মডেলে কোনও বিদেশি বিনিয়োগ হতে পারবে এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে ও বিদেশি ব্যবস্থাপনায় বিনিয়োগের ক্ষেত্রে ৪৯ শতাংশ সীমা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, গোল টেবিল বৈঠকটি আয়োজন করে দেশীয় ১০টি ই-কমার্স প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো গত ৫ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং ৫০ হাজারের বেশী কর্মসংস্থান তৈরি করেছে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি