X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডিজিটাল বাংলাদেশের জন্য তৈরি হলো ‘ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান’

টেক রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৮:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠান কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা)সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পের আওতায় চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নিতে বিগত ১০ বছর ধরে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এক সময় ডিজিটাল বাংলাদেশে আমাদের স্বপ্ন ছিল, আজ সেটা বাস্তব।’
পলক আরও বলেন, ‘মাস্টার প্ল্যান প্রণয়ন বেশ কয়েকটি পর্যায়ের সঙ্গে জড়িত। প্রথম পর্যায়ে ১২০টি মন্ত্রণালয় বিভাগ এবং সংগঠনের সঙ্গে পরামর্শ ও জরিপ করা হয়। বেশ কিছু জরিপ এবং বিশ্লেষণের ফল এখানে সংযোজন করা হয়েছে। এই মাস্টার প্ল্যানের মূল লক্ষ্য নাগরিকের চাহিদার তুলনায় অনেক বেশি অগ্রগণ্য এবং জনগণকে সেবা প্রদানের জন্যও সর্বোত্তম।’

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) কান্ট্রি ডিরেক্টর জো হেন-জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ।

অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান প্রণয়ন প্রকল্পের পরিচালক মো. মনির হোসেন তার স্বাগত বক্তব্যে প্রকল্পের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জুয়েনা আজিজ বলেন, জাতিসংঘের ই-গভর্নমেন্ট সার্ভে রিপোর্ট ২০১৮ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৯৩টি দেশের মধ্যে ১১৫তম স্থান অর্জন করেছে। যা এশিয়ার দেশগুলোর মধ্য তৃতীয়, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ১০০-এর নিচে আনা। 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি