X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জার ইন্সটাগ্রাম হোয়াটসঅ্যাপ একীভূত হলে কী হবে

ইমদাদুল হক
২৭ জানুয়ারি ২০১৯, ২০:৫৮আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২০:৫৮

একীভূত হলে কী হবে একীভূত হচ্ছে মেসেঞ্জার, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। আর এটা হলে প্রথমবারের মতো সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে ইন্সটাগ্রামে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। মেসেঞ্জার থেকে ইন্সটাগ্রামে পাঠানো যাবে টেক্সট ম্যাসেজ। এজন্য আলাদা করে ইন্সটাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ খোলার প্রয়োজন পড়বে না। শুক্রবার এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। 

এই সুবিধা চালু হলে দুর্বল হয়ে পড়বে হোয়াটসঅ্যাপের বহুল প্রসংশিত এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা। মোটের ওপর ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থাকায় এই তিনটি অ্যাপকে একীভূত করতে গেলে অসুবিধার মুখে পড়তে হবে ব্যবহারকারীকেও। পুরো ব্যবস্থাপনাটি খুবই ক্রিটিক্যাল বা সঙ্কটাপূর্ণ হওয়ায় এই উদ্যোগটি ফেসবুকের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

এ বিষয়ে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্রিপ্টোগ্রাফার ম্যাথিউ গ্রিন বলেছেন, তিনটি অ্যাপ একীভূত করলে মূলত হোয়াটঅ্যাপে বিদ্যামান এনক্রিপশন সুবিধাটাই গিলে ফেলবে। ব্যবহারকারী স্বেচ্ছায় ফেসবুকের একান্ত আলাপ সুবিধাটি চালু করলেও তা খুব একটা কাজে আসবে না। কেননা এখন পর্যন্ত ইন্সটাগ্রামে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা নেই। তাই এটাকে আমি একটি বড় সমস্যা হিসেবেই দেখছি। 

তিনি আরও বলেন, যেহেতু একীভূত করণ প্রক্রিয়ায় ক্রস অ্যাপ ট্রাফিক ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবে, সেহেতু এটি তখন আর এনক্রিপ্টেড থাকবে না। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তা আলগা হয়ে যাবে।

এই কাজটি হয়তো ফেসবুক প্রধান জেনে বুঝেই করছেন বলে বোমা ফাটিয়েছেন হোয়াটসঅ্যাপ সহ প্রতিষ্ঠাতা জ্যান কৌম। ডাটার নিরাপত্তা ও এনক্রিপশন বিষয়ে জাকারবার্গের সঙ্গে মতদ্বৈততায় বর্তমানের ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ছেড়ে দেওয়া এই কর্মকর্তা বলেছেন, এটি  মেসেজিং সেবায় তুমুল জনপ্রিয়তা কৌশলকে দুর্বল করে ফেলার অপকৌশল মাত্র। ফলে হোয়াটস্যঅ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ও গোপনীয় এবং এনক্রিপ্টেড তথ্য ব্যবহারের সুবিধা দেবে ফেসবুক কর্তৃপক্ষকে।    

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম