X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নগদ নিয়ে এলো ডিজিটাল কেওয়াইসি সিস্টেম

টেক ডেস্ক
০৪ মার্চ ২০১৯, ১৯:৪৬আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২০:১৯

ডিজিটাল কেওয়াইসি সেবা ডিজিটাল আর্থিক সেবা (ডিএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘নো ইওর কাস্টমার (কেওয়াইসি)’ নামে নতুন একটি সেবা। দেশে প্রথমবারের মতো এই সেবা চালু হয় সম্প্রতি।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে এই ডিজিটাল একটি অনুষ্ঠানের মাধ্যমে কেওয়াইসি চালু করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ পোস্ট অফিসের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, নগদ’র ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক, কোনা সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনাওয়ার হোসেন তানজিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, মানুষের উপকারের জন্য সরকার বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নগদ’র ডিজিটাল কেওয়াইসি চালু করা হলো।

ক্রেতাদের ঝামেলাহীন সেবা নিশ্চিত করতে ডিজিটাল কেওয়াইসি সেবা চালু করা হয়েছে। নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্রের উভয়পাশের ছবি তুলতে হবে। গ্রাহকদের সুবিধার জন্য সিস্টেমটিই স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পরিচয়পত্রে বাংলা এবং ইংরেজিতে থাকা তথ্য পূরণ করবে যেন আলাদা করে টাইপ করতে না হয়। এই সিস্টেম পুরনো এবং নতুন- দুই ধরনের জাতীয় পরিচয়পত্রই সাপোর্ট করে। গ্রাহকদের দেওয়া তথ্য নির্বাচন কমিশনের ডাটাবেজ থেকে চেক (মিলিয়ে দেখা) করা হবে। প্রতিটি প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড।

এই প্ল্যাটফর্মটি তৈরি করেছে কোনা সফটওয়্যার ল্যাব লিমিটেড। এটা দক্ষিণ কোরিয়ার ‘স্মার্ট কার্ড অ্যান্ড ডিজিটাল পেমেন্ট সলিউশন’ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কোনা-আইয়ের বাংলাদেশ অফিস। ডিজিটাল কেওয়াইসির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দ্রুততা ও সুরক্ষা নিশ্চিতে নগদ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করবে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা