X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাকায় এশিয়া ওপেন একসেস সম্মেলন শুরু

নুরুন্নবী চৌধুরী
০৬ মার্চ ২০১৯, ১৮:০৪আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:০৪

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জুনাইদ আহমেদ পলক ঢাকায় শুরু হয়েছে দু’দিনের ‘এশিয়া ওপেন একসেস’ সম্মেলন। ‘এশিয়া ওপেন একসেস ঢাকা-২০১৯’ নামের এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)।কনফেডারেশন অব ওপেন একসেস রিপোজিটোরিসের (সিওএআর) সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দু’দিনের সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের গবেষক, শিক্ষাবিদসহ ওপেন একসেস নিয়ে কাজ করা অনেকেই অংশ নিচ্ছেন। 

বুধবার (৬ মার্চ) সকালে ঢাকার ফার্মগেটের বিইআরসি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার নানা ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিশেষ করে সরকার ইতিমধ্যে ওপেন গভর্নমেন্ট পোর্টাল করেছে এবং বিশ্বের সবচেয়ে বড় ওয়েবসাইটের মালিকও এখন বাংলাদেশ।’ তিনি উল্লেখ করেন, সরকার ওপেন ডেটা, বিগ ডেটার মতো বিষয়গুলোর বিভিন্ন পর্যায়ে কাজ শুরু করেছে যেসব উদ্যোগ থেকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা মাধ্যমে তথ্যপ্রযুক্তি কাজে লাগানো যায়, দারুণ কিছু করা যায় সেগুলোও নিয়ে কাজ চলছে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়ায়েস কবির, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস ও বিআরসির পরিচালক মো. আজিজ জিলানী চৌধুরী।

সম্মেলনের সমন্বয়ক ও বিএআরসি প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা ড. সুস্মিতা দাস বলেন, ‘এবারের সম্মেলনে থাকছে একাধিক সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার অনেকেই সম্মেলনে নিজেদের প্রবন্ধ উপস্থাপন করবেন।’ 

বাংলাদেশে এ সম্মেলনের আয়োজনে সহযোগিতা করছে সেন্টার ফর ওপেন নলেজ (সিওকে)। এবারের সম্মেলনে ওয়ার্ল্ড এডুকেশন উইক উপলক্ষে রয়েছে বিশেষ আয়োজন। এতে ওপেন এডুকেশন বিষয়ে বাংলাদেশের নানা বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিওকে'র সভাপতি অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি উন্মুক্ত নানা মাধ্যমে। বর্তমানে বিশ্বব্যাপী ওপেন এডুকেশন সপ্তাহ চলছে বিশ্বব্যাপী তাই আমরা এ সম্মেলনেও বিশেষ আয়োজন রেখেছি।'  

সম্মেলনের প্রথম দিনে ওপেন একসেস এবং ওপেন সায়েন্স, ওপেন এডুকেশন: ফোকাস অন বাংলাদেশ, ইন্সটিটিউশনাল রোলস ইন সাপোর্টিং ওপেন সায়েন্স এবং এশিয়ান কান্ট্রি আপডেট নিয়ে বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, আন্তর্জাতিকভাবে প্রতি বছর সম্মেলন হয়। এবার এ আয়োজনটি হচ্ছে বাংলাদেশে। এশিয়ার মধ্যে ওপেন একসেস, ওপেন সায়েন্স, ওপেন এডুকেশনের সামগ্রিক অবস্থার বিস্তারিত নানা বিষয়গুলো সম্মেলনে উপস্থাপন করা হয়। সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। সম্মেলন শেষ হবে আগামীকাল ৭ মার্চ।

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিমালের ব্যাপক তাণ্ডব, এবারও বুক চিতিয়ে লড়েছে সুন্দরবন
রিমালের ব্যাপক তাণ্ডব, এবারও বুক চিতিয়ে লড়েছে সুন্দরবন
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
কৃতীজন সংবর্ধনা দিলো চট্টগ্রাম সমিতি
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
ডুবে গেছে ভোলার অনেক এলাকা, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ