X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সফটওয়্যার মেলায় জাপান ডে উদযাপন

টেক রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ২০:৪১আপডেট : ২০ মার্চ ২০১৯, ২০:৪১

জাপান ডে’র আয়োজন দেশের সফটওয়্যার ও সেবা পণ্যের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিস আয়োজিত সফটওয়্যার মেলার দ্বিতীয় পালিত হলো জাপান ডে। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির বাজার প্রসারে যৌথভাবে কাজ করছে সরকার ও বেসিস। জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান সম্ভাবনার কথা মাথায় রেখে বেসিস মেলার দ্বিতীয় দিনকে ‘জাপান ডে’ হিসেবে ঘোষণা করে।

প্রসঙ্গত,বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘বেসিস সফটএক্সপো ২০১৯’ শীর্ষক তিন দিনের মেলা।  এটি ১৫তম সফটওয়্যার মেলা। মেলার আয়োজক বেসিস। মেলার পার্টনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। পাশাপাশি ইন্ডাস্ট্রি ৪.০ ও এক্সপেরিয়েন্স জোন পার্টনার হিসেবে রয়েছে এলআইসিটি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।মেলা  শেষ হবে বৃহস্পতিবার (২১ মার্চ)। মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

জাপান ডের বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাপানের সহযোগিতা বরাবরই ইতিবাচক। সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতকে খুবই গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তি ছাড়াও অন্যান্য বাণিজ্য প্রসারে জাপানের বাজার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আগামী ৫ বছরে এ সর্ম্পকের আরও উন্নতি হবে। সর্ম্পক উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা জানান, জাপানে বাংলাদেশের বাজার বৃদ্ধিতে খোলা হচ্ছে বাংলাদেশ ডেস্ক। একইভাবে বাংলাদেশেও জাপানের ডেস্ক থাকবে। বর্তমানে বাংলাদেশে জাপানের চলমান প্রকল্প কিছু প্রকল্প রয়েছে, যেমন- জাইকার সহায়তায় মেট্রোরেল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, বিভিন্ন অবকাঠানো, রিনিউয়েবল অ্যানার্জি ডেভেলপমেন্ট।

জানা যায়, সম্প্রতি জাপানকে এ দেশে তাদের কার্যক্রমে সহায়তা প্রদান এবং বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় সরকার জাপানকে ৪০০ হেক্টর জমি প্রদান করতে চায়। সম্প্রতি এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। 

 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড