X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
কারখানা স্থাপনের বর্ষপূর্তি

৪০ হাজার টাকা দামের স্যামসাং স্মার্টফোন দেশেই তৈরি হচ্ছে

মাহবুবুর রহমান
১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৫৫

সংবাদ সম্মেলন দেশে হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনের এক বছর পূর্ণ করেছে স্যামসাং বাংলাদেশ। নানা আয়োজনের মধ্য দিয়ে স্যামসাং বাংলাদেশ এবং দেশে প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড এক বছর পূর্তি উৎসব পালন করে। আর সেসব জানাতে শনিবার (১২ অক্টোবর) ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিশ্ব সেরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থানীয় বাজারের উপযোগী দেশে সংযোজিত ১৫ লাখের বেশি ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে। এগুলোর দাম ৭ হাজার ৫০০ থেকে ৪০ হাজার টাকা। এগুলোর মধ্যে সর্বাধিক চাহিদাসম্পন্ন গ্যালাক্সি এম সিরিজ এবং প্রায় সব গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটও রয়েছে। আরও জানানো হয়, বর্তমানে ১ হাজার দক্ষ কর্মী কারখানায় কর্মরত আছেন, যাদের ২৫ শতাংশ নারী। 

এতে উপস্থিত ছিলেন ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন, সিনিয়র ডিরেক্টর এইচ ডি লি, জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব মার্কেটিং আশিক হাসান, হেড অব প্রোডাক্ট টিম ফজলুল মুশাইর চৌধুরী এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশনস) প্রিয়াম হাসনাত, ফেয়ার গ্রুপ’র চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন প্রমুখ।

রুহুল আলম আল মাহবুব বলেন, স্যামসাং বাংলাদেশের সহযাত্রী হয়ে প্রযুক্তির ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে আমরা আশাবাদী।

স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট’র তথ্যমতে, ২৫ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে সংখ্যার ভিত্তিতে স্যামসাং এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড। এর পাশাপাশি ৪৩ শতাংশেরও বেশি মার্কেট শেয়ার নিয়ে অর্থমূল্যের ভিত্তিতেও এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস