X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এবার বিশ্বজুড়ে লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে ইনস্টাগ্রাম

ইশতিয়াক হাসান
১৫ নভেম্বর ২০১৯, ১২:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২০:৪৭

ইনস্টাগ্রাম সারা বিশ্বেই এবার পরীক্ষামূলক লাইকের সংখ্যা দেখানো বন্ধ করেছে ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান ফেসবুকের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, ‘প্রাথমিকভাবে কয়েকটি দেশে পরীক্ষা চালিয়ে আমরা ভালো মন্তব্য পেয়েছি। এবার আমরা সারা বিশ্বের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মন্তব্য দেখতে চাই।’ কানাডা, অস্ট্রলিয়াসহ মোট সাতটি দেশে পরীক্ষামূলক এই কার্যক্রমটি চালানোর পর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে পরীক্ষাটি চালানো হয়েছিল।
পরীক্ষামূলক কার্যক্রমের আওতাধীন ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের নিজেদের পোস্ট করা ভিডিও বা ছবির লাইকের সংখ্যাই দেখতে পারছেন। অন্য কারও পোস্ট করা ভিডিও বা ছবিতে কতটি লাইক পড়েছে তা দেখতে পারছেন না এখন থেকে। তবে বিষয়টি এমন নয় যে, ব্যবহারকারী কোনও ফটো বা ভিডিওতে লাইক দিতে পারবেন না। তারা যেকোনও ফটো বা ভিডিও’র ওপরে দু’বার ট্যাপ করে সেখানে লাইক দিতে পারবেন। অথবা পোস্টের নিচে ‘হার্ট’ চিহ্নের ওপরে প্রেস করেও তা করতে পারেন। তবে মোট লাইকের সংখ্যা আর দেখাবে না ইনস্টাগ্রাম।
অবশ্য কারা লাইক দিয়েছে এই লিস্টটি এখনও দেখা যাবে। সিএনএন জানায়, ব্যবহারকারী ফলো করে এমন কোনও অ্যাকাউন্ট যখন কোনও পোস্টকে লাইক দেবে তখন পোস্টটির নিচে তার ফলো করা ব্যবহারকারী এবং অন্যরা লাইক দিয়েছে এই কথাটি ঠিকই দেখাবে। ব্যবহারকারী চাইলে সেই কথাটির ওপর ক্লিক করে লাইক দাতাদের লিস্টটিও দেখতে পারবেন। এমন সিদ্ধান্তকে অনেক ব্যবহারকারী ভালো বলে জানিয়েছে সিএনএন বিজনেসকে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রভাব বিস্তারকারী এমন ব্যবহারকারীদের জন্য বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মন্তব্য করছে সিএনএন।
ফেসবুকের একজন মুখপাত্র সিএনএন বিজনেসকে জানিয়েছিলেন, ‘আমরা জানি লাইকের এই সংখ্যাটি অনেক ব্যবহারকারীদের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়েও আমরা ভাবছি।’

 

/ওআর/ এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মেয়েদের গোলের মালা পরালো জাপান
বাংলাদেশের মেয়েদের গোলের মালা পরালো জাপান
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসানের ট্রেলার!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসানের ট্রেলার!
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল