X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ঘূর্ণিঝড়ের পর সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চায় মোবাইল অপারেটররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৯:০২আপডেট : ২০ মে ২০২০, ১৯:০৭

মোবাইল টাওয়ার (ছবি: সংগৃহীত)

ঘূর্ণিঝড় আম্পান কেটে যাওয়ার পরে টেলিকম সেবা পুনরুদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব সরকারের কাছে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে নিরবচ্ছিন্নভাবে কাজের জন্য এই সহযোগিতা চেয়েছে।

বুধবার (২০ মে) অ্যামটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.)এস এম ফরহাদ এক বার্তায় এ কথা বলেন।

তিনি বলেন,  ‘‘মোবাইল সেবাদাতা ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা ‘কোভিড-১৯’ সংকটের সময়ে দেশের নাগরিকদের জরুরি টেলিকম সেবা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এরমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের পরে উপকূল এলাকাগুলোতে অত্যাবশ্যকীয় মোবাইল সেবা যেন চালু থাকে, বা স্বল্প সময়ের মধ্যে তা যেন পুনরায় চালু করা যায়, সেজন্য সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

অ্যামটব মনে করে, টেলিযোগাযোগকে জরুরি সেবা বিবেচনা করে ঘূর্ণিঝড়ের সময় ও পরে পুনরায় সেবা চালু করতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় দরকার। বিশেষ করে বিদ্যুৎ কর্তৃপক্ষের বিশেষ সহযোগিতা প্রয়োজন। এছাড়া, এই সময়ে জরুরি প্রয়োজনে সেবা পুনরুদ্ধারে চলাচলের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাও চেয়েছে অ্যামটব। নাগরিকদের নিরবচ্ছিন্ন টেলিকম সেবা নিশ্চিত করাই মোবাইল সেবাদাতাদের উদ্দেশ্য বলে বার্তায় উল্লেখ করা হয়।

১০৯০ নম্বরে ফোন করলে জানা যাবে আম্পানের খবর

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিতে ১০৯০ নম্বরে বিনামূল্যে কল করার সুবিধা দিচ্ছে। এছাড়া. যেকোনও জরুরি সহায়তার জন্য বাংলালিংক গ্রাহকরা জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নম্বরে বিনামূল্যে কল করতে পারবেন বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে অপারেটরটি। এছাড়া প্রয়োজনে *৮৭৪# ডায়াল করে জরুরি ব্যালেন্সও নিতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা