X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টিকটক

টেক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ২২:২৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ২২:২৫

বাংলাদেশের সংসদীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে টিকটক তার প্ল্যাটফর্মে ভুল তথ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে শুরু করেছে। এই সময়ে একটি নিরাপদ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য তথ্য সংবলিত পরিবেশ বজায় রাখাতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতির কথা জানিয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে টিকটক।

ভুল তথ্য শনাক্তকরণের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত কাঠামোর উপর ভিত্তি করে টিকটক আইএফসিএন—স্বীকৃত ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘নিউজচেকার’-এর সঙ্গে মিলে বিশেষভাবে বাংলাদেশের নির্বাচনি প্রেক্ষাপট পর্যালোচনায় সহযোগিতা করছে। এরমাধ্যমে টিকটক প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের সঙ্গে সম্ভাব্য ভুল তথ্য শনাক্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনসম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশ্লেষণ করে সঠিক তথ্য শেয়ার করার সক্ষমতা অর্জন করেছে। টিকটকের ফ্যাক্ট-চেকিং পার্টনারশিপ সংস্থা প্ল্যাটফর্মটিতে সরাসরিভাবে কনটেন্ট নিয়ন্ত্রণ করে না। তবে তাদের মূল্যায়ন করা ইনপুট টিকটককে যথাযথভাবে তার কমিউনিটি গাইডলাইনকে সমর্থন করে এমন পদক্ষেপ নিতে সহায়তা করে।

প্ল্যাটফর্মের একাত্মতা বজায় রাখতে টিকটকের গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণমূলক কর্মকাণ্ড তুলে ধরা। টিকটক প্ল্যাটফর্মে ‘বাংলাদেশ নির্বাচন কেন্দ্র’ নামে একটি হাব তৈরি করেছে, যা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়ই পাওয়া যাচ্ছে। এটি ব্যবহারকারীদের ভোটদান পদ্ধতি এবং স্থানীয় এলাকাভিত্তিক নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করবে। এর পাশাপাশি, সুবিন্যস্ত রিপোর্টিং টুলগুলো ব্যবহারকারীদের সম্ভাব্য বিভ্রান্তিকর কনটেন্ট সহজেই শনাক্ত করতে এবং রিপোর্ট করতে সক্ষম করবে। এই ব্যবহারকারীভিত্তিক দৃষ্টিভঙ্গি মূলত সচেতন ও দায়িত্বশীল কমিউনিটিকে উৎসাহিত করবে, যা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ।

এছাড়া, টিকটক তার ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে, শিক্ষামূলক কনটেন্ট এবং ইনঅ্যাপ গাইড সরবরাহ করছে। এই উদ্যোগগুলো বিশ্বাসযোগ্য তথ্যের বিচক্ষণতার জন্য প্রয়োজনীয় দক্ষতার সাথে কমিউনিটিকে উদ্বুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে, যার ফলে নির্বাচনি প্রক্রিয়ায় অবহিত অংশগ্রহণকে শক্তিশালী করা হয়েছে।

প্ল্যাটফর্মটি একটি বহুমুখী পদ্ধতির ব্যবহার করে, যার মধ্যে রয়েছে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনকারী কনটেন্ট অপসারণ, অনুসন্ধানের ফলাফলকে কৃতিত্বপূর্ণ উৎসগুলোতে নির্দেশ করা এবং যাচাই না করা তথ্যের আবিষ্কার যোগ্যতা হ্রাস করা। এই গৃহীত দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে টিকটক এমন একটি নিরাপদ প্ল্যাটফর্ম, যেটি নির্বাচনসম্পর্কিত ভুল তথ্য থেকে মুক্ত।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
এআই স্মার্টফোন আনলো টেকনো
সর্বশেষ খবর
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
১১ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ, ঢাকায় বেড়েছে ২ ডিগ্রি
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
ঢাকা-রাজশাহীর ২ হাসপাতালে দুদকের অভিযান
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক