X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ ঢাকার জন্য অ্যাপ ‘রোড সেফটি ঢাকা’

মাহবুবুর রহমান
২২ মে ২০১৬, ১৬:৫৭আপডেট : ২২ মে ২০১৬, ১৬:৫৭

রোড সেফটি ঢাকা অ্যাপের ঘোষণা

সাইক্লিস্টস ও বাইকারদের জন্য উন্মোচিত হলো রোড সেফটি ঢাকা নামের একটি অ্যাপ। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এই অ্যাপের উদ্বোধন করা হয়। মূলত ঢাকাকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলতে এই অ্যাপের যাত্রা শুরু। যে সাইক্লিস্টস ও বাইকাররা এই অ্যাপে ঢাকা শহরে দাগ ছাড়া স্পিডব্রেকার ও ঢাকনা ছাড়া ম্যানহোল বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন, তাদের ৩ জনকে একটি করে বাই-সাইকেল পুরস্কার দেওয়া হবে।

নতুন এই অ্যাপকে কেন্দ্র করে আগামী মাসের মাঝামাঝি থেকে তিন মাসের ক্যাম্পেইন শুরু হবে। এই সময়ে যারা সবচেয়ে বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন তাদের তিনজনকে এই পুরস্কার দেওয়া হবে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন বিডিসাইক্লিস্টস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে নতুন এই অ্যাপের ব্যবহারের সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের সিনিয়র সোশ্যাল কমিউনিকেটর কাজল আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির উর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে নাগরিক জীবনের সব সমস্যা মোকাবেলা করা সম্ভব নয়। ব্র্যাক এজন্য নগর দারিদ্র্য হ্রাসে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়েও  ইনোভেশন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। রোড সেফটি ঢাকা নামের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ সে উদ্যোগেরই একটি অংশ। আপনাদের সহযোগিতার মাধ্যমে এটি আরও বেশি সফল হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকনা ছাড়া ম্যানহোল এবং দাগ ছাড়া স্পিডব্রেকার এই দুটি কারণে শুধু ঢাকাতেই প্রতিমাসে ছোটবড় মিলিয়ে অন্তত ৬০০ দুর্ঘটনা ঘটে। আর এসব দুর্ঘটনার সবচেয়ে বেশি শিকার হন সাইক্লিস্টস (বাইসাইকেল চালক) এবং বাইকাররা মোটর সাইকেল চালু)। এই সমস্যার সমাধানে বেসরকারি উন্নয়নসংস্থা 'ব্র্যাক' এবং সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন বিডিসাইক্লিস্টস্ একটি এ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে শহরের কোথায় কোথায় এই মরণফাঁদগুলো আছে তা আগে থেকে জানা যাবে এবং দুর্ঘটনা অনেকটা এড়ানো যাবে।

অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৬০ জন সাইক্লিস্টস অংশ নেন। গুগল প্লে-স্টোর থেকে রোড সেফটি ঢাকা অ্যাপটির ডাউনলোড লিঙ্ক goo.gl/IHfoMw

এছাড়া বিস্তারিত জানা যাবে www.roadsafetydhaka.net  ওয়েবসাইট থেকে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ