X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিটিসেল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৮:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৯:৪৭

সিটিসেল আদালতের আদেশ অমান্য করায় মোবাইলফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম (স্পেক্ট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিআরসিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রসঙ্গত, মোবাইলফোন অপারেটর সিটিসেলের কাছে সরকারের পাওনা রয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা। ১৬ আগস্টের মধ্যে এই টাকা পরিশোধ না করলে বন্ধ করে দেওয়া হতে পারে অপারেটরটি। রাজস্ব বকেয়া বাকি এবং পরিশোধে গড়িমসি করায় যেকোনও সময় বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের লাইসেন্স ও তরঙ্গ বাতিল এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ করে অপারেটরটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সরকার। ৩১ জুলাই সিটিসেলের গ্রাহকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বিটিআরসি দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা নেওয়ার জন্য গ্রাহকদের আহ্বান জানায়।

বিটিআরসি ওই নোটিশ দিলে সিটিসেল আপিল বিভাগে যায়। আপিল বিভাগ গত ২৯ আগস্ট সিটিসেলের বকেয়া টাকা পরিশোধ করার শর্তে অপারেশন চালিয়ে যেতে বলে। এজন্য সিটিসেল পেয়েছিল দুই মাস সময়। টাকা দুই কিস্তিতে পরিশোধের কথা বলা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তারানা হালিম জানান, ‘আজ  ছিল সিটিসেলের টাকার পরিশোধ করার দিন। কিন্তু সেই টাকা পরিশোধে তারা ব্যর্থ হয়েছে। এজন্য সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’

জানা গেছে, সম্প্রতি সিটিসেল তাদের বকেয়া টাকার মধ্যে ১৩০ কোটি টাকা পরিশোধ করেছে।

তারানা হালিম আরও বলেন, ‘আমরা আসলে প্রাথমিকভাবে শুধু আপিল বিভাগের রায়টি কার্যকর করার উদ্যোগ নিয়েছি। আমরা বিটিআরসির ক্ষমতাবলে কতটুকু করতে পারছি, প্রদত্ত ক্ষমতাবলে আইনসঙ্গতভাবে সেটুকু প্রয়োগ করেছি। পরবর্তীতে তরঙ্গের (স্পেক্ট্রাম) ব্যাপারে, পাওনা বকেয়া টাকা পরিশোধ করবে কিনা, সে ব্যাপারে পরে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব।’
এর আগে বিকেলে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে বিটিআরসির কর্মকর্তাদের নিয়ে র‌্যাবের একটি দল প্রবেশ করে। ওই সময় সিটিসেলের তরঙ্গ স্থগিত করার কার্যক্রম চলছিল।
র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব-পুলিশ শুধু নিরাপত্তার কাজটি করতে গেছে। পরিস্থিতি যেন কোনোভাবে খারাপ না হয়, তা দেখবে র‌্যাব-পুলিশ।’
এদিকে সন্ধ্যার পরে বিভিন্ন সিটিসেল নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, বিটিআরসি প্রকাশিত (গত ৩১ জুলাই) তথ্য অনুসারে সিটিসেলের গ্রাহক সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার।

/এইচএএইচ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
আনারসের পাতা থেকে তৈরি হবে সিল্ক জামদানি শাড়ি
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!