X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি রফতানিতে নগদ সহায়তার ঘোষণা

মাহবুবুর রহমান
২২ ডিসেম্বর ২০১৬, ১৭:১২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৮:২৫

ঘোষণা দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা রফতানিতে নগদ সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডিজিটাল আইসিটি মেলার উদ্বোধনকালে এই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আইসিটি খাতে আমরা অনেক এগিয়েছি। যার প্রমাণ পাওয়া যায় বর্তমান বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে তাদের রোল মডেল হিসেবে অনুসরণ করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, এফবিসিসিআই -এর পরিচালক আবু মোতালেব, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক, স্মার্ট টেকনোলোজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।

 কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন বলেন, এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে বহুল প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই নিয়মিত এ মেলার আয়োজন করা হয়।

‘সাইবার সিকিউরিটি, দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুরু হলো ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ (উইন্টার)।  মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে, প্রযুক্তি পণ্যের উপর বিশেষ মূল্য ছাড় ও উপহার সামগ্রী, থাকছে র‌্যাফেল ড্র- এর মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার প্রদান, রক্তদান কর্মসূচি, এন্ট্রিপাশের সঙ্গে ফ্রি মুভি দেখার ব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াইফাই, গেমিং  জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।

মেলার চতুর্থ দিন অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি মেলার শেষ দিনে একটি নিরাপত্তা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হবে জানানো হয় অনুষ্ঠানে।  মেলার প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুল কলেজ শিক্ষার্থীরা নিজ নিজ পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে।  মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলা শেষ হবে ২৭ ডিসেম্বর।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল