X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কলড্রপের শীর্ষে গ্রামীণফোন, গ্রাহককে ক্ষতিপূরণ দেয় না টেলিটক

টেক রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৬:৪১আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৬:৫৩

কল ড্রপ- ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত কলড্রপের (মোবাইলে কথা বলার সময় কল কেটে যাওয়া, নেটওয়ার্ক না থাকা, সংযোগ বিচ্ছিন্ন হওয়া) ক্ষেত্রে দেশের মোবাইলফোন অপারেটরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এরপরে রয়েছে যথাক্রমে রবি, বাংলালিংক ও টেলিটক।

সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তৈরি একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের পৃথক পৃথক ও গড় হিসাব দেওয়া হয়েছে। তিন মাসের গড় হিসাবে দেখা গেছে, ওই তিন মাসে গ্রামীণফোনের কলড্রপ হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ১২ হাজার ২১৭টি, রবির হয়েছে ৫ কোটি ১৬ লাখ ২৫ হাজার ৬৫১টি, বাংলালিংকের ৩ কোটি ২১ লাখ ৯ হাজার ৪০৯টি এবং টেলিটকের ৬২ লাখ ২৭ হাজার ৯২৮টি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে ক্ষতিপূরণ তথা কল ফেরতের (মিনিট) বেলায় গ্রামীণফোন দিয়েছে মাত্র ৩৭ শতাংশ, রবি দিয়েছে ২০ শতাংশ। আর বাংলালিংক কল ফেরত দিয়েছে ১১৪ শতাংশ। তবে রাষ্ট্রায়াত্ব মোবাইলফোন অপারেটর টেলিটকের কলড্রপ হলেও এই সময়ে অপারেটরটি গ্রাহককে কোনও কল মিনিট ফেরত দেয়নি।
প্রসঙ্গত, কলড্রপের ফলে গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা থাকলেও কোনও অপারেটর আনুষ্ঠানিকভাবে কোনও কল গ্রাহককে ফেরত দেয়নি। তবে একটি অপারেটর খুবই স্বল্প ভলিউমে কল ফেরত দিত গ্রাহককে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, জানুয়ারি (২০১৭) মাস থেকেই অপারেটরগুলো কলড্রপের ক্ষতিপূরণ গ্রাহককে দেবে। যে অপারেটর দেবে না তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, কলড্রপের বেলায় আইটিইউ -এর (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) একটি নির্ধারিত মান আছে। ১০০টির মধ্যে তিনটি পর্যন্ত কলড্রপ হলে সেটাকে মানসম্মত ধরে নেওয়া
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলালিংক কল মিনিট ফেরত দিয়েছে। আর গ্রামীণফোন ও রবি কিছু কল মিনিট ফেরত দিয়েছে। সিটিসেলের বেলায় বলা হয়েছে, সিটিসেল এই তিন মাসে কোনও প্রতিবেদন বিটিআরসিতে জমা দেয়নি। সিটিসেলের জানানো তথ্য মতে, অপারেটরটির কোনও বাণিজ্যিক ব্যবহারকারী নেই। কারিগরি সমস্যার কারণে তাদের সেবাদানে বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে টেলিটকের বেলায় বলা হয়েছে, অপারেটরটি সব খাতের তথ্য কমিশনে জমা দেয়নি।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা