X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করলেন পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২০, ১৮:৫৬আপডেট : ২০ মার্চ ২০২০, ১৮:৫৮

ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি ব্যবহার সম্পর্কে সচেতন করতে মতবিনিময় করলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার (২০ মার্চ) বিকালে রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। একইসঙ্গে তার মন্ত্রণালয়ের (পড়তে হবে বিভাগ) গৃহীত বিভিন্ন উদ্যোগর কথা জানান। জুম অ্যাপের মাধ্যমে মতবিনিময় করা হয়।

মতবিনিময় অনুষ্ঠানে যার যার অবস্থানে থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এম এন জিয়াউদ্দিন আলম, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক আবদুল মান্নান, পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, মোবাইল ফোন অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাইমুর রহমান, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, কলসেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ শরীফ, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে পলক বলেন,‘সবাইকে নিরাপদ রাখাই আমাদের মূল লক্ষ্য। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তি ব্যবহার করে সবাইকে সচেতন ও নিরাপদ থাকতে হবে।’ তিনি জানান, আইসিটি বিভাগের এই উদ্যোগের ফলে অনলাইনে মতবিনিময় সভার যাত্রা শুরু হলো। আশা করি, সবাই এই উদ্যোগ নেবে। সমন্বিতভাবে এটা করা গেলে সবার জন্যই এটা ভালো হবে।’

মতবিনিময় সভায় অনেকে প্রস্তাব করেন— করোনা ভাইরাস সম্পর্কে জনগণ ও গণমাধ্যমকে জানানোর উপায় হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইইডিসিআর কাজটি করতে পারে কিনা। সাংবাদিকদের সেখানে স্বশরীরে উপস্থিতির বিষয়টি বিপদ ডেকে আনতে পারে বলেও অনেকে মন্তব্য করেন। সংশ্লিষ্টরা বলেন, বেসরকারি অনেক অফিস ঘরে বসে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) শুরু করছে। সরকারি অফিস কাজটি করতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের উদ্যোগের প্রাথমিক কাজ শুরু হলো। ছুটির দিনেও আমরা এ আয়োজন করছি। আগামীতে এ বিষয়ে আরও বিস্তারিত উদ্যোগ গ্রহণ করা হবে।’

মতবিনিময় সভায় পলক জানান, সরকারের ৩৩৩ হেল্প ডেস্কটি টোল ফ্রি করা হয়েছে। এখানে ফোন করে তথ্য জেনে নিতে পারবেন। তিনি আরও জানান, আইসিটি বিভাগ থেকে corona,gov.bd নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই সাইট থেকে সবাই এই বিষয়ে তথ্য জেনে নিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সতেচন হতে পারবেন।

বাজারে পণ্যের দাম বেড়ে গেছে, ক্রেতাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, অথচ কয়েকদিন আগেও এসব পণ্যের দাম কম ছিলে। এ বিষয়ে সরকারের কোনও উদ্যোগ আছে কিনা, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। সেই প্ল্যাটফর্মে সাধারণ জনগণ তাদের অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ দেখে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে পারে।’

মতবিনিময় সভায় ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক ও কথা অ্যাপের প্রধান নির্বাহী মাহবুব জামান বলেন, ‘আমরা সামাজিকভাবে বর্তমানে বিচ্ছিন্ন। কিন্তু প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত আছি। এ ধরনের আয়োজন অন্যান্য মন্ত্রণালয় করলে সবার জন্যই ভালো হবে।’ তিনি এ ধরনের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিন একটি সময়ে জনগণকে সরকারের কাজের আপডেট দেওয়া যায় কিনা, সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।    

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে