X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অ্যাপে কোরবানির পশুর বেচাকেনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২০, ২২:৫৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২৩:০১

কোরবানির পশু (ফাইল ছবি) করোনা মহামারির সময় প্রয়োজনীয় বিভিন্ন কেনাকাটা অনেকেই অনলাইনে সেরে নিচ্ছেন। এই ধারাবাহিকতায় কোরবানির পশুর অনলাইন হাটও বেশ জমে উঠেছে। ওয়েবসাইট, ফেসবুক পেজের পাশাপাশি অ্যাপেও মিলছে কোরবানির পশুর তথ্য। দেশে স্মার্টফোন ব্যবহারকারীর উল্লেখযোগ্য সংখ্যক বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট, ফেসবুক পেজ তৈরির পাশাপাশি এবার অ্যাপেও কোরবানির পশুর বেচাকেনার ব্যবস্থা করেছে। 

সরকারি উদ্যোগে তৈরি অ্যাপ হলো কোরবানি হাট খুলনা। এই অ্যাপে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খুলনা জেলা প্রশাসন। জানা গেছে, গ্রামের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা গরুর তথ্য অ্যাপে পাওয়া যাবে। গত ৫ জুলাই অ্যাপটি অ্যাপস্টোরে আপ করা হয়েছে।

ই-কমার্স সাইট দারাজ তাদের সাইটের চেয়ে অ্যাপকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে। দারাজের অ্যাপেও পাওয়া যাবে কোরবানি পশুর ছবি, ওজন, দাম ইত্যাদি তথ্য। অ্যাপ থেকেই সরাসরি পশু পছন্দ করে কেনা যাবে।

গরুর হাট নামের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে স্টোরে। গত মে মাসে আপ করা অ্যাপটি এরই মধ্যে পাঁচ হাজারের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপে রয়েছে বিভিন্ন ধরনের গরুর ছবি। এখান থেকেই পছন্দ করে গরু কেনা যাবে।

এছাড়া বিক্রয় ডট কম, প্রিয়শপ ডট কম ও ইভ্যালিরও রয়েছে অ্যাপ। প্রতিষ্ঠানগুলোর অ্যাপ থেকে কোরবানি পশু পছন্দ করা যাবে। কেনাও যাবে।

সুলভ গরুর হাট নামে অ্যাপে গরুর হাটের লোকেশন, গরুর তালিকা, খামারিদের তথ্য দেওয়া আছে। এখান থেকেও কেনা যাবে কোরবানির পশু।

সরকারি ও বেসরকারি উদ্যোগে অনলাইনে আয়োজিত কোরবানি পশুর হাটের ওয়েবসাইট থাকলেও নেই অ্যাপ। তবে শিগগিরই হাটের জন্য চ্যাটবট চালু করা হবে বলে জানিয়েছেন হাটের উদ্যোক্তা প্রতিষ্ঠান ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল।

তিনি জানান, এটি (চ্যাটবট) অনেক ভালো কাজ করবে। গ্রাহকের যেকোনও প্রশ্নের উত্তর, তথ্য সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হবে।


আরও পড়ুন:
অনলাইনে ‘ভাগে’ কোরবানির আয়োজন

 

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা