X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
ফেসবুক যা বলল বাংলাদেশকে

‘প্রমাণ পেলে ১৩ বছরের নিচের আইডি বন্ধ’

হিটলার এ. হালিম
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৩৮

ফেসবুকে শিশুরা বাংলাদেশে অ্যাডমিন প্যানেল বসাতে আগ্রহী নয় ফেসবুক। তবে কোনও ধরনের তথ্য চাওয়া বা অভিযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে। এসব খবর এখন পুরনো। নতুন খবর হলো- আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উপযুক্ত তথ্য-প্রমাণ সহকারে ফেসবুকের কাছে অনুরোধ জানানো হলে অবশ্যই ১৩ বছরের নিচের ব্যবহারকারীর ফেসবুক আইডি বন্ধ করে দেবে। এমন অনেক কথাই ফেসবুক বলেছে বাংলাদেশকে। অথচ এই কিছুদিন আগেও ফেসবুক বাংলাদেশকে কোনও তথ্য দিত না।
গত ১২ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম সিঙ্গাপুরে ফেসবুক কার্যালয়ে বৈঠক করেন।ওই বৈঠকে ফেসবুকের পক্ষ থেকে নেতৃত্ব দেন ফেসবুক দক্ষিণ এশিয়ার ল এনফোর্সমেন্ট স্পেশালিস্ট বিক্রম লাং।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে একটি জনগুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ও আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, তারানা হালিম ওই বৈঠকে উল্লেখ করেছেন,বাংলাদেশে ফেসবুকের কোনও সাইট ফিল্টারিং টুল নেই। কোনও কনটেন্টকে ফিল্টার করা যায় না বা উৎসও শনাক্ত করা যায় না। ফলে ফেক বা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা এবং বন্ধ করা অসম্ভব।ঢাকায় অনুষ্ঠিত বৈঠকের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে নির্ধারিত ফোকাল পয়েন্টগুলোকে অধিকতর সহায়তা প্রদানেরও আহ্বান জানান তারানা হালিম।

এ ছাড়াও তারানা হালিম বাংলাদেশে ফেসবুকের একটি কার্যালয় স্থাপনের সহায়তা কামনা করেন যার ফলে সহজে অভিযোগগুলো জানানো যাবে এবং ফেসবুক স্বল্প সময়ের মধ্যে কনটেন্ট সরিয়ে ফেলতে পারবে। তিনি বিদ্বেষমূলক ‘স্পিচকে কাউন্টার পজিটিভ স্পিচের’ মাধ্যমে মোকাবেলার পরামর্শ দেন বলে ওই সূত্র জানায়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে সহযোগিতা কামনা করা হলে ফেসবুক জানায়,বাংলাদেশের সব অনুরোধের ক্ষেত্রে ফেসবুক ন্যূনতম সময়ের মধ্যে সাড়া দেবে। স্পেশাল পয়েন্ট অব কন্টাক্ট (এসপিওসি) মডেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান এবং নিরাপদে ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারের জন্য জনসচেতনতা সৃষ্টি এবং প্রশিক্ষণ কার্যক্রমে ফেসবুক সহযোগিতার আশ্বাস দেয়।

ফেসবুক অন্যদিকে পর্নো পেজগুলোর তালিকা দিলে সে বিষয়ে ফেসবুক ব্যবস্থা নেবে বলে জানায়।জীবনের নিরাপত্তা হুমকি সংশ্লিষ্ট (অপহরণ, জিম্মি, সন্ত্রাসী আক্রমণ) কনটেন্ট ও তথ্যর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমটি জরুরি পদেক্ষেপ নিয়ে থাকে। এ ক্ষেত্রে যথাযথভাবে ফেসবুককে তথ্য বা চাহিদা পাঠাতে হবে।

ফেসবুক উল্লেখ করেছে, এ মাধ্যমটির সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমানে বিরাজমান পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র উন্মুক্ত হওয়ার প্রেক্ষিতে ফেসবুক এবং বাংলাদেশ সরকার বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে একযোগে কাজ করতে পারবে।  

সূত্র জানায়, ফেসবুক কর্তৃপক্ষ তারানা হালিমকে নিশ্চিত করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উপযুক্ত তথ্য-প্রমাণ সহকারে ফেসবুকের কাছে অনুরোধ জানানো হলে অবশ্যই ১৩ বছরের নিচের ব্যবহারকারীর ফেসবুক আইডি বন্ধ করে দেওয়া হবে।

সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত যেকোনও বিষয়ে অত্যন্ত কঠোর উল্লেখ করে ফেসবুক জানায়, এ সংক্রান্ত কনটেন্ট নজরে আসামাত্র ফেসবুক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশি বাংলাভাষী কোনও ব্যক্তিকে অনুবাদের জন্য নিয়োগ প্রদানের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করবে।

বৈঠকের ওই সূত্র আরও জানায়,বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপন করা হলেও তাদের পক্ষে তথ্য অপসারণের ক্ষেত্রে কোনও পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। কারণ এটা কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হয়।বিভিন্ন দেশের অফিসগুলো সাধারণত ফেসবুকের বাণিজ্যিক বিষয় এবং স্থানীয় কর্মী বাহিনীর দেখভাল করে।

ফেসবুক এ-ও বলেছে, কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং কনটেন্টের বিষয়ে অভিযোগের ক্ষেত্রে চাহিদা প্রেরণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশের কোন আইনে ক্ষমতাপ্রাপ্ত তা-ও উল্লেখ করে পাঠাতে হবে। সামাজিক এ মাধ্যমটি মনে করে, ফেসবুকের রিপোর্টিং প্রক্রিয়া অনুসরণ করে ‘কমিউনিটি অ্যাপ্রোচে’ অধিকাংশ অভিযোগ সমাধান সম্ভব। আর  ফেসবুকের পক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে কনটেন্ট বাংলায় হলে ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।এছাড়া সম্পূর্ণ অ্যাকাউন্ট বা পেজের বিষয়ে অভিযোগ না করে সুনির্দিষ্ট পোস্ট বা কনটেন্টের বিষয়েও অভিযোগের পরামর্শ দেওয়া হয়।

এসব বিষয় নিয়ে তারানা হালিম বলেন,বাংলাদেশ কোনও অভিযোগ করলে এখন থেকে ফেসবুক ৪৮ ঘণ্টার মধ্যে মতামত ও পদক্ষেপ সম্পর্কে জানাবে। তবে আপাতত কোনও অ্যাডমিন প্যানেল তারা বসাবে না।

তিনি আরও বলেন, বর্তমানে ফেসবুকের অ্যাডমিন প্যানেল দৈনন্দিন ও প্রচারণার কাজ করে থাকে। বাংলাদেশ যে উদ্দেশ্যে অ্যাডমিন প্যানেল বসাতে চায়, সে বিষয়ে কোনও অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেবে ফেসবুক।

 

/এইচএএইচ/এমএসএম/আপ-এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা