X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এক আইপির অনেক ব্যবহার, প্রতিবার আলাদা লাইসেন্স!

হিটলার এ. হালিম
০৩ এপ্রিল ২০১৬, ২১:২৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২১:৩১


আইপি টিভি আইপি (ইন্টারনেট প্রটোকল) নম্বর দিয়ে ইন্টারনেট সেবা, আইপি টেলিফোনি, আইপি টিভিসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। এক আইপির অনেক ব্যবহার হলেও প্রতিবারই নতুন ব্যবহারে আলাদা লাইসেন্স নিতে হয় এর গ্রাহককে। এর ফলে বিষয়টি দিনদিন জটিল হয়ে উঠছে ইন্টারনেট সেবাদানকারী ব্যবসায়ীদের কাছে। তাদের ভাষ্য, এক আইপি ব্যবহারের জন্য কতবার লাইসেন্স নেওয়া যায়? যদিও বিটিআরসির রেগুলেশন রয়েছে, কোনও ধরনের টেলিকম সেবা দিতে লাইসেন্স নিতে হবে কমিশন থেকে। 

আইপি সেবা ব্যবহারের জন্য লাইসেন্স নিতে হয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে। দেখা গেছে, কোনও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ইন্টারনেট সেবাদানের জন্য লাইসেন্স নেয় বিটিআরসি থেকে। ওই প্রতিষ্ঠানই যদি আইপি টেলিফোনিক সেবা দিতে চায়, তাহলে প্রতিষ্ঠানটিকে নতুন করে লাইসেন্স নিতে হয়। আবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি যদি আইপি টিভি সেবা দিতে চায়, তাহলেও প্রতিষ্ঠানটিকে আবারও নতুন করে লাইসেন্স নিতে হবে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এই ভোগান্তি থেকে রক্ষা পেতে আইপি টিভি সেবা দিতে যেন লাইসেন্স না নিতে হয়, সেজন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছে সম্প্রতি আবেদন পত্র পাঠিয়েছে। ওই আবেদনপত্রের অনুলিপি বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছেও পাঠিয়েছে সংগঠনটি।

আইএসপিএবির সভাপতি এম এ হাকিম এ বিষয়ে বলেন, বিটিআরসির রেগুলেশন রয়েছে আইএসপি সেবা দিতে হলে লাইসেন্স নিতে হবে। সংশ্লিষ্ট আইএপির সেবা নিয়ে কেউ যখন ভিডিও কনফারেন্স করবেন, তখন ওই প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে না হলেও আলাদা করে অনুমতি নিতে হবে। আবার আইপি টেলিফোনি সেবা দিতে চাইলে লাইসেন্স নেওয়ার পাশাপাশি সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করতে হবে। এগুলো খুবই সমস্যা।

জানা যায়, আইপি টিভি সেবা দিতেও লাইসেন্স নিতে হবে। এখনও লাইসেন্সিং প্রক্রিয়া শুরু হয়নি। তবে ‘পলিসি’ লেভেলে কাজ চলছে। আর এ কারণেই তারানা হালিমের কাছে আবেদন পাঠিয়েছে আইএসপিএবি। এম এ হাকিম বলেন, আমরা চলতি মাসের শেষ দিকে এ বিষয়ে সবার সঙ্গে কথা বলা শুরু করব। 

/এমএনএইচ/  আপ- এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!