X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা নববর্ষের উচ্ছ্বাস

হিটলার এ. হালিম
১৩ এপ্রিল ২০১৬, ২৩:৪৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ০০:৩৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা নববর্ষের উচ্ছ্বাস
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে লগ-ইন করলেই দেখা যাচ্ছে বাংলা নববর্ষকে নিয়ে উচ্ছ্বাস। কি ছবিতে, কি লেখায়- সবকিছুতেই ভরে উঠছে ফেসবুক ওয়াল। সেই সঙ্গে উঠে এসেছে মাছের রাজা ইলিশের ছবিও।

ফেসবুকের মাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, একে অন্যকে নিমন্ত্রণ করছেন ভাজি-ভর্তা খাওয়ার। কেউ কেউ ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়- রুট প্ল্যান,বাস টিকিট এমনকি বিমানে চড়ে রওয়ানা হওয়ার ছবিও তুলে দিচ্ছেন ফেসবুকের ওয়ালে। আর  এ সবই নববর্ষকে ঘিরে। যা শেয়ার করছেন দেশের প্রায় দুই কোটি ফেসবুকপ্রেমী।

 

আরও পড়তে পারেন: আলোচনার শীর্ষে পান্তা-ইলিশ, ভুভুজেলা ও বিকেল ৫টার বাধ্যবাধকতা

ফেসবুক এখন দুই ভাগে বিভক্ত। একভাগে রয়েছেন ইলিশ মাছ বিরোধীরা। তাদের যুক্তি এটা ইলিশ মাছের প্রজনন মৌসুম। তাছাড়া ইলিশ-পান্তার বিপুল মাতামাতিতে ইলিশের দাম চড়ে যেখানে চলে গেছে, সেখানে সবার পক্ষে পৌঁছানো সম্ভব নয়। ফলে ইলিশ বাদ। আর যে দুই একজনের দেখা মিলছে ইলিশের পক্ষে তারা হয় উপহার পেয়েছেন, নয়তো আগেই কিনে রেখেছিলেন।

এ ছাড়াও ফেসবুকে শোভা পাচ্ছে বর্ণিল সব শুভেচ্ছা কার্ড। নানা রঙে কার্ডে শোভা পাচ্ছে মাঙ্গলিক শুভ কামনা। সেইসব কার্ডে থাকছে দেশীয় নানান ফুল, ফল, পাখি, হাতপাখা, মাটির বাসন কোসন, বাঁশ-কঞ্চি দিয়ে তৈরি ডালার ছবি। এ ছাড়াও থাকছে দেশীয় ঐতিহ্যবাহী খাবার-মিষ্টি যেমন খই, মুড়ি, বাতাসা, নাড়ু, মুড়ি, পিঠা ইত্যাদির ছবি।সব মিলিয়ে জম্পেশ হয়ে উঠেছে ফেসবুক।

 

আরও পড়তে পারেন:   মঙ্গল শোভাযাত্রার অপেক্ষায় চারুকলা

 

নববর্ষ উপলক্ষে ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি তার ওয়ালে লিখেছেন, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ওয়ালে লিখেছেন, নববর্ষের আগমনে নব বার্তা জাগুক প্রাণে। বৈশাখ মানেই মায়ের হাসি। কৃষক বধূর চপল চোখ। বৈশাখ মানেই প্রাণের পরশ, ছোট্ট আমার বাংলামুখ। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।যদিও তিনি আগেই ঘোষণা দিয়েছেন,‘আগামীকাল বৈশাখী আয়োজনে আমার খাবার তালিকায় ইলিশ রাখছি না। আপনি?’

শিক্ষক-সাংবাদিক আনিস আলমগীর তার ওয়ালে ৪টি ইলিশ মাছের ছবি স্ট্যাটাস  দিয়েছেন, যে জিনিসের জন্য বাজারে হাহাকার পড়ে, সেটা আমি কিনি না। অর্থ সেখানে বিষয় না। হয়তো বিরুদ্ধ স্রোতের যাত্রী বলে। এসবও কিনিনি, উপহার। চাঁদপুর থেকে পাঠিয়েছে সুহৃদ।

তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা জি এম ফ্রেজার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লেখেন, ‘আজ থেকে ১৪ বছর আগে রমনার বটমূলে বর্ষবরণের আয়োজনে বোমা হামলা করে তারা ভেবেছিলো এই বুঝি বাঙ্গালী স্থব্ধ হয়ে গেলো। সেদিনের বৈশাখী আয়োজন গত ১৪ বছরে জাতীয় উৎসব হয়ে ছড়িয়ে গেছে আজ প্রতিটি ইউনিয়নে, গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় রূপ নিয়েছে এক প্রাণের উৎসবে। বৈশাখের এই প্রখর রোদ্দুরে, পুরে ছাই হয়ে যাক সাম্প্রদায়িক ভুত, প্রেত, পিশাচের দল। জয় হোক বাঙ্গালীর, জয় হোক অসাম্প্রদায়িক বাংলার, জয় হোক মানুষের। ’

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
১১ বছর পর এভারেস্ট ছুঁলেন আরেক বাংলাদেশি
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
ধানের বাম্পার ফলনেও ‘অখুশি’ কৃষকেরা
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
সালথা উপজেলায় ওয়াদুদের প্রার্থিতা বহাল, নির্বাচনে বাধা নেই
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
খারকিভে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক