X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যে কারণে বৈশ্বিক চিপ সংকট আরও গভীর হবে

দায়িদ হাসান মিলন
১৫ জুন ২০২১, ১১:৫৬আপডেট : ১৫ জুন ২০২১, ১১:৫৬

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে দেখা দেয় চিপ সংকট। এবার সেই সংকট আরও গভীর হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে এক বছর বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, করোনাভাইরাসের নতুন ঢেউয়ে পড়েছে এশিয়া। অঞ্চলটির টিকাদান কর্মসূচিও এখনও প্রাথমিক পর্যায়ে। এই পরিস্থিতি বৈশ্বিক চিপ সরবরাহ চেইনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে।

চিপ বাজারজাতকরণের অন্যতম একটি কেন্দ্র তাইওয়ান। বর্তমানে সেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মে মাসের ১০ তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত তাইওয়ানে করোনায় আক্রান্ত রোগী এক অঙ্ক থেকে তিন অঙ্কে পৌঁছেছে। অঞ্চলটিতে করোনায় মারা যাওয়া ৪১১ জনের মধ্যে বেশিরভাগই মারা গেছেন সাম্প্রতিক সময়ে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের অন্যতম বড় চিপ টেস্টিং ও প্যাকেজিং কোম্পানি হলো কিং ইউয়ান ইলেকট্রনিকস। এ মাসে প্রতিষ্ঠানটির দুই শতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আরও ২ হাজার কর্মীকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে। চলমান পরিস্থিতিতে এ মাসে প্রতিষ্ঠানটির রাজস্ব আয় এক-তৃতীয়াংশ কমে যাবে।

এছাড়া মালয়েশিয়ার চিপ বাজারজাতকারী প্রতিষ্ঠানেও পড়েছে করোনার প্রভাব। এরই মধ্যে দেশটির বেশকিছু কারখানায় উৎপাদনের গতি কমে এসেছে। মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন বলছে, লকডাউনের কারণে তাদের কার্যক্রম ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাবে।

বিভিন্ন পরিসংখ্যানের তথ্যানুযায়ী, ২০২১ সাল জুড়েই থাকবে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সংকট। ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) বেশিরভাগ ডিভাইস সংকট কাটবে বলেও প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
ইউপি নির্বাচনে ব্যালটের প্রতীকে ভুল, ১০ দিন পর সেই কর্মকর্তাকে বদলি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
কঙ্গনার দাবি: বলিউডের খান-কাপুরদের চেয়েও জনপ্রিয় তিনি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
দুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
বৈশ্বিক রিপোর্টের তথ্যদুর্যোগে এক বছরে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তচ্যুত
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল