X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইউনিসেফের ইউ-রিপোর্ট অ্যাপ ডেভেলপের কাজ করবে বাংলাদেশের রাইজআপ ল্যাবস

রুশো রহমান
১৯ জুলাই ২০২১, ২০:৪২আপডেট : ১৯ জুলাই ২০২১, ২০:৪২

বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস ইউ-রিপোর্ট মোবাইল অ্যাপ্লিকেশনটি ডিজাইন ও ডেভেলপ করার চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিটি স্বাক্ষর হয়েছে ইউনিসেফ হেডকোয়ার্টার (নিউ ইয়র্ক) এবং ইউনিসেফ ইসিএআরও-এর (সুইজারল্যান্ড) সঙ্গে। অ্যাপ্লিকেশনটি তৈরি করতে রাইজআপ ল্যাবস সরাসরি কাজ করবে ইউনিসেফ গ্লোবাল ইউ-রিপোর্ট টিম, ইউনিসেফ লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অফিসের সঙ্গে।

এছাড়া এতে যুক্ত হবেন ইউরোপ এবং মধ্য এশিয়ার ইউনিসেফ অফিসের সদস্যরা। ডেভেলপমেন্ট শেষে ৫ বছর পর্যন্ত সাপোর্ট এবং মেইনটেইন করার প্ল্যানও এর মধ্যে যুক্ত। আধুনিক অবকাঠামো ব্যবহার করে একটি স্বাধীন অনলাইনভিত্তিক ইউ-রিপোর্ট ইউজার ইন্টারফেস তৈরি করা এর অন্যতম লক্ষ্য।

বিভিন্ন বিষয়ে তরুণ-তরুণীদের মতামত গ্রহণের জন্য ইউনিসেফের একটি উদ্যোগী প্ল্যাটফর্ম হচ্ছে ইউ-রিপোর্ট। বিশ্বের ৭৬টি দেশ থেকে ১ কোটি ৪০ লাখের বেশি তরুণ প্ল্যাটফর্মটিতে অংশ নেন মতামত প্রকাশের জন্য, তাদের বলা হয় ইউ-রিপোর্টার্স। নতুন প্রজন্মের একটি সঠিক কমিউনিটি তৈরি করা এবং প্রত্যেককে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলাই ইউনিসেফ’র এই প্লাটফর্মটির মূল উদ্দেশ্য। এসএমএস, বিভিন্ন মেসেজ এবং পোলসে অংশ নেওয়ার মাধ্যমে কমিউনিটিগুলো প্রতিনিয়ত উপকৃত হচ্ছে। 

রাইজআপ ল্যাবস ইউনিসেফ বাংলাদেশের একটি দীর্ঘমেয়াদি চুক্তির পার্টনার। আইটি কোম্পানিটি ২০২০ সালে তাদের প্রথম ইউ-রিপোর্ট অ্যাপ্লিকেশনটি তৈরি করে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের কিশোর-কিশোরী এবং তরুণদের প্রয়োজনে।

রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এরশাদুল হক বলেন, ‘বাংলাদেশে ইউ-রিপোর্ট অ্যাপ্লিকেশনটির সফলতা তাদের ইউনিসেফ গ্লোবাল এবং অন্যান্য আঞ্চলিক অফিসগুলির কাছে পরিচিতি পেতে সাহায্য করেছে। এতে করে তারা বিশ্বের দাবি বুঝতে এবং পূর্ণ করতে উৎসাহ পেয়েছে।’

তিনি জানান, রাইজআপ ল্যাবস এশিয়া থেকে একমাত্র কোম্পানি যেটি আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে অন্যান্য কয়েকটি সংস্থার সঙ্গে ইউনিসেফের জন্য ইউ-রিপোর্ট প্ল্যাটফর্মে কাজ করছে।

 

 

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার