X
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২, ৫ মাঘ ১৪২৮
সেকশনস

মেটা নামে স্মার্ট ওয়াচ আনছে ফেসবুক

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২২:৩২

ফেসবুক স্মার্ট ওয়াচের নতুন একটি ছবি ফাঁস হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, স্মার্ট ওয়াচটিতে রয়েছে নচ ডিসপ্লে। সম্প্রতি ফেসবুক মেটা নামে তার প্যারেন্ট কোম্পানির যাত্রা শুরু করেছে এবং তাদের স্মার্ট ওয়াচটির নামও মেটা।

ছবিটি সম্পর্কে প্রথম জানায় ব্লুমবার্গ। এটি পাওয়া যায় প্রতিষ্ঠানটির অ্যাপের ভেতরে স্মার্ট গ্লাস রে-ব্যান স্টোরিজে। এর ডিসপ্লেটি ছিল অ্যাপল ডিসপ্লের মতোই বড়, কিন্তু সেখানে কোনও ক্যামেরা ছিল না। তবে নতুন এই ছবিটি আগেরটির নতুন সংস্করণ নয় বলে মন্তব্য করেছে ব্লুমবার্গ।

এদিকে সংবাদ মাধ্যম ভার্জ জানায়, তারা জুনে একটা ছবি প্রকাশ করেছিল, এটা সেটাও হতে পারে। তাহলে সেখানে একটি দ্বিতীয় বিচ্ছিন্ন ক্যামেরা থাকবে। সেক্ষেত্রে সামনের ক্যামেরাটি ভিডিও কলের জন্য থাকবে। এর রেজুলিউশন হবে ১০৮০পি। ঘড়িটির ডিসপ্লে এলটিই সাপোর্ট করবে। এছাড়া গত ফেব্রুয়ারিতে দ্য ইনডিপেনডেন্ট রিপোর্ট করেছে— এই স্মার্ট ওয়াচে হেলথ, ফিটনেস এবং ম্যাসেজিং ফিচার থাকবে। ভার্জ আরও জানায়, জুনে সিদ্ধান্ত ছিল ঘড়িটি ২০২২ সালের গ্রীষ্মে বের হবে। তবে ব্লুমবার্গ বলছে, সর্বশেষ সিদ্ধান্ত এখনও পাওয়া যায়নি।

যদিও স্মার্ট ওয়াচের বাজার দখল করে আছে গুগল, জারমিন, স্যামসাং এবং অ্যাপল। তাই ধরে নেওয়া যাচ্ছে— ফেসবুকের পণ্যটি অনেকটা স্মার্ট ফোনকে অনুসরণ করবে। এখানে উল্লেখ্য, মেটাওয়াচ নামেই একটি পণ্য ২০১৪ সালে বাজারে এসেছিল। তাই এটি নিয়ে ভবিষ্যতে আইনি লড়াইয়ের সম্ভাবনাও এড়িয়ে যাওয়ার মতো নয়।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
লক হওয়া অ্যাকাউন্টের জন্য লাইভ চ্যাট ফিচার চালু করলো ফেসবুক
লক হওয়া অ্যাকাউন্টের জন্য লাইভ চ্যাট ফিচার চালু করলো ফেসবুক
প্যাকম্যান গেম আসছে ফেসবুকে
প্যাকম্যান গেম আসছে ফেসবুকে
আপনার গুগল-ফেসবুকের পাসওয়ার্ড কি বেহাতের ঝুঁকিতে?
আপনার গুগল-ফেসবুকের পাসওয়ার্ড কি বেহাতের ঝুঁকিতে?
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে বাংলালিংকে
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে বাংলালিংকে

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
লক হওয়া অ্যাকাউন্টের জন্য লাইভ চ্যাট ফিচার চালু করলো ফেসবুক
লক হওয়া অ্যাকাউন্টের জন্য লাইভ চ্যাট ফিচার চালু করলো ফেসবুক
প্যাকম্যান গেম আসছে ফেসবুকে
প্যাকম্যান গেম আসছে ফেসবুকে
আপনার গুগল-ফেসবুকের পাসওয়ার্ড কি বেহাতের ঝুঁকিতে?
আপনার গুগল-ফেসবুকের পাসওয়ার্ড কি বেহাতের ঝুঁকিতে?
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে বাংলালিংকে
ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করা যাবে বাংলালিংকে
নিউজ ফিডে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিলো ফেসবুক
নিউজ ফিডে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিলো ফেসবুক
© 2022 Bangla Tribune