X
রবিবার, ২৬ জুন ২০২২
১২ আষাঢ় ১৪২৯

পুরনো নিবন্ধনকারী হারাচ্ছে নেটফ্লিক্স

আপডেট : ২০ মে ২০২২, ১৯:৫৭

পুরনো নিবন্ধনকারীরা নেটফ্লিক্স ছেড়ে চলে যাচ্ছে— এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন। জরিপে দেখা গেছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করেছে, এমন ১৩ শতাংশ নিবন্ধনকারী নেটফ্লিক্স থেকে সরে গেছে।

সংবাদ মাধ্যমটি জানায়, সরে আসা নিবন্ধনকারীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এর জন্য কিছুটা দায়ী রয়েছে নতুন নিবন্ধনকারীরা। এখান থেকে আরেকটি বিষয় বুঝা যাচ্ছে যে, নেটফ্লিক্স অনেক দিন ধরেই তার ব্যবহারকারীদের ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের এক জরিপে দেখা গেছে, ছেড়ে যাওয়া ৭০ শতাংশই এক বছরের কম সময়ের নিবন্ধনকারী। আর  পুরনো নিবন্ধনকারী রয়েছে ছয় শতাংশ। সর্বশেষ ত্রৈমাসিকে নেটফ্লিক্স ছেড়ে আসার ৬০ শতাংশই নতুন নিবন্ধনকারী।

ব্যবহারকারীদের ছেড়ে আসার অন্যতম কারণ হলো— তেমন আকর্ষণীয় কোনও শো সেখানে নেই, এ মন্তব্য করেছে দ্য ভার্জ।  যেসব শো রয়েছে সেগুলো খুব সহজেই অন্যান্য সার্ভিস যেমন- হুলু বা পিকক এ পাওয়া যাচ্ছে। আবার নিবন্ধনের মূল্য বেড়ে যাওয়াও এর একটি কারণ বলে জানিয়েছে ভার্জ।

জানা যায়, গত ত্রৈমাসিকে নেটফ্লিক্স নিবন্ধনকারী হারিয়েছে প্রায় দুই লাখ। এই সংখ্যা গত ১০ বছরের তুলনায় সর্বাধিক। এদিকে ধারণা করা হচ্ছে, এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই সংখ্যা দাঁড়াবে ২০ লাখে। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং কানাডা মিলিয়ে নেটফ্লিক্সে মোট নিবন্ধনকারী রয়েছে ৭৪.৫৮ মিলিয়ন।

 

/এইচএএএইচ/এপিএইচ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
২৭ জুলাই থেকে টরন্টো যাবে বিমান
২৭ জুলাই থেকে টরন্টো যাবে বিমান
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ যুবকের মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা
সেতু চালুর প্রথম দিনেই কমে গেছে লঞ্চযাত্রী
সেতু চালুর প্রথম দিনেই কমে গেছে লঞ্চযাত্রী
এ বিভাগের সর্বশেষ