X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

একই অবকাঠামো শেয়ারের অনুমতি পাচ্ছেন ইন্টারনেট সেবাদাতারা

হিটলার এ. হালিম
০২ জুন ২০২২, ১৭:০৪আপডেট : ০২ জুন ২০২২, ১৭:৫৫

একই অবকাঠামো (পপ, লাস্ট মাইল ক্যাবল) শেয়ার করার অনুমোদন পেতে যাচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি)। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর আশ্বাস এবং নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসির উদ্যোগে কাজটি বাস্তবায়িত হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, এটা চালু হলে ইন্টারনেট সেবার মান ভালো হবে। ঝুলন্ত তারের (ওভারহেড ক্যাবল) জঞ্জালও কমবে। 

দেশে মোবাইল ফোন অপারেটররা বিভিন্ন টাওয়ার শেয়ার করতে পারে। এ জন্য তৈরি হয়েছে টাওয়ার শেয়ারিং নীতিমালা। টাওয়ার সেবা দিচ্ছে তৃতীয় পক্ষ। এ জন্য গঠিত হয়েছে একাধিক কোম্পানি। তারা একটি টাওয়ার নির্মাণ করে বিভিন্ন মোবাইল অপারেটরের কাছে ভাড়া দিচ্ছে। একটি টাওয়ার বিভিন্ন অপারেটর শেয়ার করায় টাওয়ার স্থাপন খরচ, রক্ষণাবেক্ষণ ব্যয় কমেছে। কমেছে টাওয়ারের সংখ্যা। মোবাইল অপারেটরগুলোর জন্য এই সুবিধা থাকলেও তা নেই আইএসপি প্রতিষ্ঠানগুলোর। আইএসপিগুলো এমনিভাবে একজনের অবকাঠামো অন্যরা ব্যবহার করতে চান। এর ফলে ঝুলন্ত তারের জঞ্জালও কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, অ্যাক্টিভ শেয়ারিংয়ের বিষয়টি বিটিআরসি’র (নিয়ন্ত্রক সংস্থা) সঙ্গে আলাপ করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি ইন্টারনেট ব্যবসায়ীদের অনুরোধ করেন, আপনারা ইন্টারনেট সেবাদানে ঝুলন্ত তার (ওভারহেড ক্যাবল) ব্যবহার করবেন না। মাটির নিচ দিয়ে ক্যাবল টেনে ইন্টারনেট সেবা দেবেন। তাহলে ওভারহেড ক্যাবলের চেয়ে কয়েকগুণ বেশি স্থায়িত্ব পাবেন। জঞ্জাল কমবে। শহর সুন্দর হবে।

জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সভাপতি ইমদাদুল হক বলেন, অ্যাক্টিভ শেয়ারিংয়ের বিষয়টির কোনও অনুমোদন নেই। ফলে চালুও হতে পারছে না। লাস্ট মাইল অ্যাক্টিভ শেয়ারিংয়ের অনুমতি দিলে ইন্টারনেট সেবাদান সংক্রান্ত সব খরচ কমে আসবে। তিনি বলেন, সবাইকে পপ (পয়েন্ট অব প্রেজেন্স)  তৈরি করতে হবে না। সংশ্লিষ্টরা পপ তৈরি করবে। পপ থেকে একই ক্যাবল ব্যবহার করে আইএসপিগুলো গ্রহীতাদের সেবা দেবে।

ইমদাদুল হক উদাহরণ দিয়ে বলেন, ধরা যাক কোনও একটি এলাকায় একটি পপ তৈরি করা আছে। ওখান থেকে সেই প্রতিষ্ঠান ক্যাবল টেনে কোনও গ্রাহককে ইন্টারনেট সেবা দিচ্ছে। ওই এলাকায় যদি অন্য কোনও প্রতিষ্ঠান সেবা দিতে চায় তাহলে নতুন করে ক্যাবল না টেনে ওই ক্যাবল ব্যবহার করেই ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব। এটা সব দিক থেকেই লাভজনক।

অ্যাক্টিভ শেয়ারিং চালু হলে দেখা যাবে কোনও এলাকায় ৫০টি প্রতিষ্ঠান যদি ইন্টারনেট সেবা দেয় এবং তাদের ৫০টি পপ তৈরি করতে হবে না। একটি পপ হলেই চলবে।

জানা গেলো, অ্যাক্টিভ শেয়ারিং চালু হলে পপ তৈরির সংখ্যা কমবে, পরিচালন ব্যয়ও কমবে, সম্পদের সুষম বণ্টন হবে, সেবার মান ভালো হবে। যার ফল পাবে ইন্টারনেট ব্যবহারকারীরা।

আইএসপিএবি সূত্র জানিয়েছে, অ্যাক্টিভ শেয়ারিং চালুর বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানের কাছে সংগঠনটি মৌখিক অনুমোদন চাইলে তিনি তাদের লিখিতভাবে অনুরোধ পাঠাতে বলেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।        

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
ঢাকায় বিশাল জমায়েত করে সরকার কাছ থেকে প্রাপ্য বুঝে নেওয়া হবে: নাহিদ ইসলাম
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৫)
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
কিংয়ের ৭৫ রানের পর সিলসের আঘাতে চাপে অস্ট্রেলিয়া
আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
ফিফা ক্লাব বিশ্বকাপআল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স
সর্বাধিক পঠিত
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
ইরানি তেল বাণিজ্যে আবারও আঘাত যুক্তরাষ্ট্রের
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব