X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দিনে ১০ কোটি মিনিট করে কমেছে আন্তর্জাতিক ইনকামিং কল

হিটলার এ. হালিম
০১ মার্চ ২০২১, ০৯:০০আপডেট : ০২ মার্চ ২০২১, ০৯:২০

দেশে ওটিটি (ওভার দ্য টপ) সেবা তথা অ্যাপভিত্তিক যোগাযোগ বেড়ে যাওয়ায় ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কলের সংখ্যা দিন দিন কমছে। কল খরচ কমিয়েও ঠেকানো যাচ্ছে না এই পতন। ব্যবসা হারাতে বসেছে আইজিডাব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটরগুলো। 

সংশ্লিষ্টরা বলছেন, দেশে ওটিটি সেবার ব্যবহার বেড়ে যাওয়ায় ডাটা ব্যবহার করে স্বল্প খরচেই ভয়েস, ভিডিও কল ও মেসেজ পাঠাতে সবাই। এ ধারা চালু থাকলে আগামীতে ইনকামিং কল নেমে আসবে শূন্যের কোঠায়।

দেশে প্রায় চার কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছে। ভাইবার ব্যবহার করেন প্রায় দুই কোটি গ্রাহক। যারা ফেসবুক ব্যবহার করেন তারা মেসেঞ্জার ব্যবহার করে ভয়েস ও ভিডিও কল করেন। ইমোর জনপ্রিয়তাও তুঙ্গে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রবাসী বাংলাদেশিরা দেশে ইমোর মাধ্যমে কল বেশি করেন।

বিটিআরসি সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাইয়ে দেশে আন্তর্জাতিক ইনকামিং কলের সংখ্যা ছিল ৭৫ কোটি মিনিট। ডিসেম্বরে তা দাঁড়ায় ৬৫ কোটি মিনিটে। বর্তমানে গড়ে প্রতিদিন দেশে কল আসছে ২ কোটি ১৬ লাখ মিনিটের কিছু বেশি। জুলাইতে যা ছিল প্রায় আড়াই কোটি মিনিট। ৫ মাসের ব্যবধানে কল কমেছে ১০ কোটি মিনিট। আর ৫ বছরের ব্যবধানে দিনে কমেছে ১০ কোটি মিনিট করে। ২০১৫ সালে দিনে গড়ে কল আসতো ১২ কোটি মিনিটের মতো। এখন ২ কোটিতে নেমে এসেছে।

বিদেশ থেকে আসা ফোনকলের খরচ (আন্তর্জাতিক কল টারমিনেশন রেট) তিন ভাগের দুই ভাগ কমিয়েও কলের সংখ্যা বাড়ানো যায়নি।গত বছরের ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কল টার্মিনেশন রেট ৫১ পয়সা প্রতি মিনিট করে। যা আগে ছিল প্রায় দেড় টাকা। ১৩ ফেব্রুয়ারি ইনকামিং কল টারমিনেশন রেট পুনর্নির্ধারণ করে আইজিডব্লিউ অপারেটরস-সহ ফোরাম (আইওএফ) সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেয় বিটিআরসি। যা কার্যকর হয় ১৪ ফেব্রুয়ারি।

২০১৫ সালের জুনে দেশ দিনে ১২ কোটি মিনিট পর্যন্ত কল আসত। ২০১৮ সালের ডিসেম্বরে নেমে যায় ৩ কোটি ২০ লাখ মিনিটে। ওই বছরের ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক কল টারমিনেশনের রেটি একবার পুনর্নির্ধারণ করে বিটিআরসি। তখন সর্বনিম্ন কল রেট ধরা হয় ১ টাকা ৪৭ পয়সা, সর্বোচ্চ ২ টাকা ১০ পয়সা। মূলত তখন থেকেই কল আসা কমতে থাকে।

কল কমে যাওয়া বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, সারাবিশ্বেই ভয়েস কল কমেছে। ডোমেস্টিক কল, ইন্টারন্যাশনাল কলগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে অ্যাপসে। এটাই প্রযুক্তির স্বাভাবিক ধারা।

মন্ত্রী মনে করেন, সামনে ভয়েস কলই থাকবে না। সব কলই হবে অ্যাপসভিত্তিক। আইজিডাব্লিউ অপারেটরগুলো সম্পর্কে তিনি বলেন, পুরনোকে আঁকড়ে থাকলে টিকে থাকা যাবে না।  নতুন প্রযুক্তির সঙ্গে সেবাগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিলে ব্যবহারকারীরাই টিকে থাকার পথ দেখাবে।

পরিচয় প্রকাশ না করার শর্তে একটি আইজিডাব্লিউ প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, আইজিডাব্লিউ অপারেটরগুলোর অবস্থা খুবই খারাপ। করুণ দশা ভিএসপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) লাইসেন্সধারীদেরও। অনেক অপারেটর লাইসেন্স ভাড়ার টাকাও পাচ্ছে না।

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
‘একটা দল মাথা-মুণ্ডু নেই, আজ এরে বহিষ্কার করে কাল আবার ওরে’
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!