‘কালা পাহাড়’কে বিক্রির জন্য বের করতে হবে দরজা ভেঙে! ওজন এতই বেশি
বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৯:৩১আপডেট : ২৬ জুন ২০২৩, ১৯:৩১
video
ঈদুল আজহায় বড় আকারের গরুর প্রতি বেশি আগ্রহ ও আকর্ষণ দেখা যায়। দিনাজপুরে ৩০ মণ ওজনের ‘কালা পাহাড়’ এবারের কোরবানির জন্য সবচেয়ে বড় গরু। কখনো বাইরে বের না করে খামারের ভেতরেই ফ্রিজিয়ান জাতের গরুটিকে লালন-পালন করা হয়েছে। ৫ ফুট ৭ ইঞ্চি উঁচু ও ৯ ফুট চওড়া ‘কালা পাহাড়’কে দরজা ভেঙে বের করতে হবে! সৌখিন খামারি নিয়ামতুল্লাহর আশা, ‘কালা পাহাড়’ ন্যূনতম ২০ লাখ টাকায় বিক্রি করা যাবে...
ঈদুল আজহায় বড় আকারের গরুর প্রতি বেশি আগ্রহ ও আকর্ষণ দেখা যায়। দিনাজপুরে ৩০ মণ ওজনের ‘কালা পাহাড়’ এবারের কোরবানির জন্য সবচেয়ে বড় গরু। কখনো বাইরে বের না করে খামারের ভেতরেই ফ্রিজিয়ান জাতের গরুটিকে লালন-পালন করা হয়েছে। ৫ ফুট ৭ ইঞ্চি উঁচু ও ৯ ফুট চওড়া ‘কালা পাহাড়’কে দরজা ভেঙে বের করতে হবে! সৌখিন খামারি নিয়ামতুল্লাহর আশা, ‘কালা পাহাড়’ ন্যূনতম ২০ লাখ টাকায় বিক্রি করা যাবে...