ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেছে। শনিবার (৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঢাকার ওপর দিয়ে ৪০ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বেশিরভাগ জায়গায় ধূলিঝড় শুরু হয়। এরপর কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।
এদিকে ঢাকার বাইরে নরসিংদী, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, গোপালগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ এবং খুলনায় এই দমকা হাওয়াসহ বজ্রঝড় হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।