তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। শনিবার (১০ মে) ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট, সুনামগঞ্জসহ আশেপাশের এলাকা ছাড়া অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আরও একদিন অব্যাহত থাকতে পারে।
এর আগে, শুক্রবার (৯ মে) দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বেড়ে ৪২ ডিগ্রিতে উঠেছে। অন্যদিকে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকা ও চুয়াডাঙ্গা ছাড়াও দেশে বেশকিছু জেলার তাপমাত্রা আজ ৪০ ডিগ্রিতে উঠেছে। এরমধ্যে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৭, মানিকগঞ্জের আরিচায় ৪০, ফরিদপুরে ৪০ এবং টাঙ্গাইলে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘আজ দেশের অনেক অঞ্চলের তাপমাত্রাই ৪০ ডিগ্রির ওপরে। এই তাপমাত্রা অনেক এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’