X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘প্রাণ চায়’ নিয়ে বাংলাদেশে পৌলমী

হাসনাত নাঈম
২৮ এপ্রিল ২০১৬, ১৪:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৫:০৩
image

টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ির মেয়ে পৌলমী গাঙ্গুলী। ছোটবেলা থেকে বাবা কমল গাঙ্গুলীর (সংগীতশিল্পী) কাছ থেকে ক্ল্যাসিকাল গান শিখেছিলেন পৌলমী। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে বিএ এবং এমএ শেষ করেন। পৌলমী জানান জীবনের সবকিছু রবীন্দ্রনাথের গানের সঙ্গে মিলে যায় বলেই ভালোবেসে রবীন্দ্রনাথকে বেছে নিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এ রবীন্দ্রসংগীতশিল্পী সম্প্রতি ঢাকায় এসেছিলেন বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে। গত সপ্তাহে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বৈকুন্ঠ বৈশাখ উৎসব’-এ তার প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘প্রাণ চায়’-এর মোড়ক উন্মোচন করলেন। বাংলা ট্রিবিউনকে একান্ত সাক্ষাৎকারে বললেন অ্যালবাম ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়- 

পৌলমী গাঙ্গুলী

প্রশ্ন: কেমন আছেন, ঢাকায় কেমন লাগছে?

উত্তর: বেশ ভালো আছি। প্রথম অ্যালবাম উদ্বোধন করতে যাচ্ছি, এজন্য আরও বেশি ভালো লাগছে। যদিও ঢাকার আবহাওয়া গরম, তারপরও খারাপ লাগছে না।

প্রশ্ন: আপনার নতুন অ্যালবাম সম্পর্কে বলুন।

উত্তর: আমার অ্যালবামের নাম ‘প্রাণ চায়।’ রবীন্দ্রসংগীতের এ অ্যালবামটিই আমার প্রথম অ্যালবাম। শ্রীনিভাস মিউজিক ও নবরবি কিরণের যৌথ প্রযোজনায় এ অ্যালবামে ৮টি গান রয়েছে। প্রেম আর বিরহ এ দুটি বিষয় নিয়েই সবগুলো গান।  

প্রশ্ন: কলকাতা থেকে বাংলাদেশে অ্যালবাম রিলিজ করতে এসেছেন...

উত্তর: হ্যাঁ, এখান থেকে ফিরে গিয়েই কলকাতায় রিলিজ করবো। সিডিগুলো রেডি ছিল, তাই ভাবলাম যেহেতু বাংলাদেশে যাচ্ছি, সেখানে গিয়ে উদ্বোধনটা করে আসি। এছাড়াও বাংলাদেশের পরিচিত অনেক মানুষের প্রশ্ন ছিলো আমার কেন কোনও অ্যালবাম নেই। তাদের কথা চিন্তা করেই বাংলাদেশে অ্যালবাম রিলিজ করা।

পৌলমী গাঙ্গুলীর প্রথম অ্যালবাম 'প্রাণ চায়'

প্রশ্ন: আপনি সব গানই অনলাইনে প্রকাশ করেন। এই অ্যালবামের গানগুলোও কি অনলাইনে পাবে শ্রোতারা?

উত্তর: অ্যালবামটা এখন সিডি আকারে আছে। তবে শ্রোতাদের জন্য কিছুদিন পর তা অনলাইনে প্রকাশ করা হবে।

প্রশ্ন: এর আগে বাংলাদেশে আসা হয়েছে?

উত্তর: হ্যাঁ, এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি বাংলাদেশে। এবার দীর্ঘ ১০ দিন থাকবো। এখানে বেশ কয়েকটি রেকর্ডিং আছে। তিন-চারটা অ্যালবামের কাজ আছে, সেগুলো করতেই আসা।

প্রশ্ন: গ্রামের বাড়ি টাঙ্গাইলে যাবেন কি?

উত্তর: যাওবার ইচ্ছা আছে। যদিও অনেক গরম, তারপরও চেষ্টা করবো যেতে।

প্রশ্ন: এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কী নিয়ে?

উত্তর: প্রায়ই বিভিন্ন শো নিয়ে ব্যস্ত থাকি। সম্প্রতি বোম্বের একটা ক্লাসিক গানের কাজ করলাম হিন্দিতে।

প্রশ্ন: সবসময় এভাবেই দুই বাংলা কি পাবে আপনার সবগুলো গানের অ্যালবাম?

উত্তর: আমার জীবনের প্রথম অ্যালবাম প্রথমে এখানে রিলিজ করলাম! এচ্ছা আছে আমার প্রতিটি অ্যালবাম দু’বাংলাতেই রিলিজ করবো। এছাড়াও বাংলাদেশ থেকেও অ্যালবাম রিলিজ করার ইচ্ছা আছে। সেটা শুধু আমার বাংলাদেশী ভক্তদের জন্য।

প্রশ্ন: নতুন অ্যালবাম সম্পর্কে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?

উত্তর: অ্যালবামটি আমার প্রিয় ও হৃদয়ের গান দিয়ে সাজানো। আমার মনে হয় না খারাপ লাগবে। গানগুলোর মিউজিক অনেক ভালো মানের। ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো এবং বয়স্কদের জন্যও খারাপ না।

প্রশ্ন: বাংলা ট্রিবিউনকে সময় দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

উত্তর: আমার পক্ষ থেকেও বাংলা ট্রিবিউনকেও ধন্যবাদ।

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড