X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

মুক্তির খবরের অপেক্ষায় ছিলাম: এমভি আবদুল্লাহর নাবিকের মা

তাবারক হোসেন আজাদ, রায়পুর
১৪ এপ্রিল ২০২৪, ১৬:১০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৬:১০

ভারত মহাসাগরে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লাহসহ ২৩ নাবিক প্রায় দেড় মাস পর মুক্ত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতের পর নাবিকরা মুক্তি পেয়ে জাহাজটি নিয়ে দুবাইয়ের দিকে রওনা দিয়েছেন।

রবিবার (১৪ এপ্রিল) ভোর ৬টায় এ খবর পান লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া গ্রামের নাবিক আইয়ুবের পরিবার। দস্যুদের কবল থেকে মুক্তির খবরে ৪৩ দিনের উৎকণ্ঠার অবসান হলো। স্বস্তি ফিরেছে মাসহ স্বজনদের মাঝে।

রবিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের বিনন বেপারি বাড়িতে গিয়ে আইয়ুবের মাকে ছেলের জন্য খুশি ও দোয়া করতে দেখা গেছে।

মা হোমায়রা বেগম বলেন, ‘রবিবার ভোর ৬টার দিকে আইয়ুব ফোন করেছে। সে জানিয়েছে, তারা দস্যুদের কবল মুক্ত হয়েছে। এ খবর পেয়ে আমাদের মাঝে স্বস্তি ফিরেছে। মুক্তি পাওয়ার এ খবর শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলাম। আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। জাহাজের মালিককেও ধন্যবাদ জানাই নাবিকদের মুক্ত করার জন্য।’

আইয়ুবের বন্ধু ইয়াসিন হোসেন বলেন, ‘আইয়ুব খুব ভালো ছেলে। সে যেন দ্রুত আমাদের মাঝে ফিরে আসার অপেক্ষায়।’

আইয়ুবসহ এমভি আবদুল্লাহর নাবিকরা

এ প্রসঙ্গে সমুদ্রগামী জাহাজের নাবিক আইয়ুব মোবাইলে বলেন, ‘মুক্তি পাওয়ার পর এমভি আবদুল্লাহ জাহাজ ইতোমধ্যে রওনা হয়েছে দুবাইয়ের দিকে। সাত দিন পর দুবাই পৌঁছালে সব নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুবাইতেই নতুন নাবিকরা জাহাজের দায়িত্ব গ্রহণ করবেন।’

উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে আইয়ুবের বাবা আজহার মিয়া মারা যান। এখনও স্বামী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। এরমধ্যেই ছোট ছেলে আইয়ুব সাগরে ডাকাতদের কবলে পড়েছে। এই শোকে ভেঙে পড়েছিলেন ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুবের মা হোমায়রা বেগম।

আইয়ুব খান রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিনন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। তিনি রাখালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। প্রায় এক বছর ধরে ইন্টার্ন করছেন আইয়ুব।

১২ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে নেয় সোমালিয়ান দস্যুরা। ওই দিন বিকালে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। জাহাজে লক্ষ্মীপুরের আইয়ুব খানসহ মোট ২৩ জন নাবিক রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বশেষ খবর
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
নিজ মুখে পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
বালবির্নির হাফ সেঞ্চুরিতে পাকিস্তানকে হারালো আয়ারল্যান্ড
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র