X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে খতমে নবুয়তের মহাসমাবেশ ঘিরে আতঙ্কে আহমদিয়া সম্প্রদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৬:০৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৬:০৮

আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুক্রবার (২০ এপ্রিল) মহাসমাবেশ করবে খতমে নবুয়ত। এতে আহমদিয়া সম্প্রদায়ের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরে নাসিরনগর কওমি উলেমা পরিষদ এই ঘোষণা দেয়। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) শর্ত সাপেক্ষে মহাসমাবেশ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। জামিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে সমাবেশ করতে হবে এবং দুই ঘণ্টার মধ্যে শেষ করতে হবে।’
সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সামছুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বরাষ্টমন্ত্রীর কাছ থেকে আমরা অনুমতি পেয়েছি। আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসছি।’
নাসিরনগরের নাসিরপুর আহমদিয়া মসজিদের ইমাম মাওলানা শামসুদ্দিন মাসুম বলেন, ‘আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। কখন কী হয় কিছু বুঝতে পারছি না। সবার মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে।’
আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ এর পক্ষ থেকে সেক্রেটারি উমুরে আমা (সাধারণ ও কল্যাণ) মোহাম্মাদ আব্দুস সামাদ স্থানীয় আহমদিয়া সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে গত ১০ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক লিখিত আবেদন পাঠান। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘মহাসমাবেশ থেকে উসকানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে সরল প্রাণ মুসলমানদের উত্তেজিত করার চেষ্টা করা হবে এবং এই সুযোগে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী যে কোনও ধরনের নাশকতামূলক কার্যক্রম সংগঠিত করবে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করবে।’
নাসিরনগর উলামা পরিষদের ব্যানারে মিছিল উল্লেখ্য, আহমদিয়াদের অপতৎপরতা নিষিদ্ধ এবং তাদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে নাসিরনগর কওমি উলামা পরিষদের উদ্যোগে গত ১ এপ্রিল স্থানীয় হেলিপ্যাড মাঠে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছিল। কিন্তু, প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ওই সমাবেশ পিছিয়ে ২০ এপ্রিল করা হবে ঘোষণা দিয়ে প্রচারণা চালাতে থাকেন আয়োজকরা। এরই অংশ হিসেবে খতমে নবুয়ত মহাসমাবেশ সফলের লক্ষ্যে বুধবার দুপুরে নাসিরনগর উলামা পরিষদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তারা মিছিল করেন।
মিছিল শেষে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মাওলানা মুফতি আব্দুর রহিম কাসেমির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘মহাসমাবেশের জন্য তারা জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়েছে। অনুমতি নিয়ে গড়িমসি চলছে। যদি অনুমতি নাও দেওয়া হয়, তারা যেকোনও মূল্যে, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে মহাসমাবেশ করবে।’
সভায় বক্তব্য দেন মুফতি আবদুল হক, মাওলানা মুহাম্মাদ শামসুদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মুমিনুদ্দিন ওসমানী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা আনোয়ার বিন মুসলিম ও মাওলানা এস এম শহিদুল্লাহ্ মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর।
মহাসম্মেলনে সভাপতিত্ব করার কথা রয়েছে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আল্লমা মুনিরুজ্জামান সিরাজী এবং জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ মুফতি মোবারকুল্লাহ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। নাসিরনগর সদরে ওই সহিংসতায় ১০/১৫টি মন্দির, প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

আরও পড়ুন:
আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায়

/এনআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ