X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ১৩:১৮আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৩:২৩

আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খতমে নবুয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মহাসম্মেলনে যোগে দিতে আসাদের মধ্যে থেকে আহমদিয়াদের বাড়িঘরে ভাঙচুর হতে পারে  এমন শঙ্কা থেকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।  আবেদনের কারণে আহমতিয়া পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার (১ এপ্রিল) সকাল ১০টায় নাসিরনগর সদরের হেলিপ্যাড মাঠে ওই মহাসম্মেলন হওয়ার কথা রয়েছে।  খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর কওমী ওলামা পরিষদের উদ্যোগে কাদিয়ানিদের (আহমদিয়া) সব ‘তৎপরতা’ সরকারিভাবে নিষিদ্ধ করার দাবিতে খতমে নবুয়ত মহাসম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এতে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। ওই মহাসম্মেলনকে কেন্দ্র করে নাসিরনগরের সর্বত্র ব্যানার, ফেস্টুন লাগানোর পাশাপাশি ব্যাপক মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলার নাসিরপুরে বসবাসরত আহমদিয়া সম্প্রদায়ের মাঝে আতঙ্ক দেখা দেয়।

ওই গ্রামে বসবাসকারী আহমদিয়া সম্প্রদায়ের মোহাম্মদ ঈছা মিয়া নিজেদের আতঙ্কের কথা উল্লেখ করে গত মঙ্গলবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তার জন্য একটি লিখিত আবেদন করেন। এতে তিনি উল্লেখ করেছেন, ‘ওই মহাসমাবেশকে কেন্দ্র করে দলে দলে  মাদ্রাসার ছাত্র এসে জড়ো হবেন। সেখানে উসকানিমূলক বক্তব্যের পর আমাদের গ্রামের বাড়িঘর এবং মসজিদ ভাঙচুরের শিকার হতে পারে।’

নাসিরপুর আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম শামছুদ্দীন আহমেদ মাসুম ও  রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেদী হাসান আকাশ জানান, ‘আমাদের গ্রামের মা-বোনেরা এখন আতঙ্কের মধ্যে বসবাস করছেন। কখন কী হয় এ নিয়ে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। কিছুদিন আগে আমাদের এলাকায় একটি মাহফিল হয়েছিল। সেখান থেকে মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী নামের একজন মৌলভী সাহেব আমাদের আহমদিয়াদের নিয়ে উসকানিমূলক মূলক বক্তব্য দিয়েছেন। তাই আমরা মনে করি সমাবেশ করা মানে আমাদের ওপর বিপদ চলে আসা।’ নাসিরনগরের আহমদিয়া পাড়া

নাসিরপুরের পাশে ভীটাডুবি গ্রামের বাসিন্দা আহমদিয়া সস্প্রদায়ের মো. হাবিবুর রহমান বলেন, ‘গ্রাম থেকে বের হতে গেলে চরম আতঙ্কের মধ্যে থাকছি। অব্যাহতভাবে আমাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। কী করবো বুঝতে পারছি না।’

পাশের ইউনিয়ন ভলাকুট কান্দি গ্রামের বাসিন্দা আহমদিয়া সম্প্রদায়ের সদস্য আব্দুল জলিল জানান, ‘পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে। আত্মীয় স্বজনদের নিয়ে আতঙ্কে আছি।’

নাসিরপুর আহমদিয়া মসজিদের শিক্ষক আব্দুল সালাম বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা সেই অনুযায়ী পুলিশি নিরাপত্তা পেয়েছি। এরপরও পহেলা এপ্রিলের কওমিদের সমাবেশকে কেন্দ্র করে আমাদের আতঙ্ক কাটছে না।’

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, ‘যেহেতু নাসিরনগর একটি স্পর্শকাতর এলাকা, সেহেতু এ বিষয়ে বিস্তারিত মতামত লিখে
জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে সালমা সাংবাদিকদের জানান, ‘মহাসম্মেলনের বিষয়ে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি দেওয়া না দেওয়ার কোনও চিঠি এখনও আসেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এবিষয়ে কোনও অনুমতি দেওয়া হয়নি।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, ‘চলমান বিষয়ে শুক্রবার সকালে কওমি আলেম সমাজের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা আগামী ১ এপ্রিল কোনও সমাবেশ করবেন না বলে আমার সঙ্গে একমত হয়েছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তারা অনুমতি সাপেক্ষে সমাবেশ করতে চাইলে করতে পারবেন।’ 

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের একজনের ফেসবুক থেকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে তাকে পিটিয়ে পুলিশে দেয় একদল যুবক। পরের দিন ৩০ অক্টোবর এলাকায় মাইকিং করে নাসিরনগর উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজত ইসলামের ব্যানারে পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় পুলিশ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে ও একটি মামলায় চার্জশিট দেয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ