X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না’

খুলনা প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১০:৩৮আপডেট : ১৬ মে ২০১৮, ১০:৪৪

কেসিসি নির্বাচনের ফল ঘোষণার পর বিমর্ষ বিএনপির নেতাকর্মীরা খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফল ঘোষণার পর খুলনা বিএনপি কার্যালয়ে নিস্তব্ধতা নেমে আসে। মঙ্গলবার নির্বাচনে শেষে রাতে দলীয় কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়। এখানে বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল আসার পর থেকেই বিমর্ষ হয়ে পড়তে থাকেন বিএনপি কর্মী ও সমর্থকরা। পরাজয়ের পূর্বাভাস পেয়ে ধীরে ধীরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীর ভিড় বাড়তে থাকে। তবে ভিড় বাড়লেও নেমে আসে নিস্তব্ধতা। তাৎক্ষণিকভাবে পরাজয়ের জন্য সরকারকে দায়ী করে ছাত্রদলের মহানগর সভাপতি শরীফুল ইসলাম বাবু বলেন, ‘সিটি নির্বাচন ছিল পরীক্ষামূলক। এই নির্বাচনই প্রমাণ করে এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

১৯৮৪ সালে সিটি করপোরেশন স্থাপনের পর আওযামী লীগ মনোনিত তালুকদার আব্দুল খালেকের ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছরকে বাদ দিলে বাকি সময়টা নগর পিতার দায়িত্ব পালন করেছেন বিএনপির মনোনিত প্রার্থীরা। ২০০৮ সালে যখন সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি তখনও খুলনা থেকে  বিএনপি বিজয় লাভ করে। এই পরিস্থিতির মধ্যেও বিশাল ব্যবধানে পরাজয়ে বিএনপি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার রাতে মেয়র প্রার্থী ও বিএনপির মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও বিএনপির সাধারণ সম্পাদক  মোহাম্মাদ মনিরুজ্জামান মনিকে বিভিন্ন মিডিয়ার সঙ্গে বিমর্ষ হয়ে কথা বলতে দেখা যায়। এ  সময় মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘২৮৯টি কেন্দ্রের মধ্য ১৫০টি কেন্দ্রই দখল করে নেয় আওয়ামী লীগ। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিপুল ভোটে জয়লাভ করতো বিএনপি।’

ছাত্রদলের মহানগর সভাপতি শরীফুল ইসলাম বাবু বলেন, ‘ভোটে পরাজয়ের জন্য কাকে দায়ী করবো? আমি নিজেই তো আমার ভোট দিতে পারিনি। গিয়ে দেখি আমার ভোট আর কে একজন দিয়ে চলে গেছে। এই নির্বাচনই প্রমাণ করে এই সরকারের আমলে কোনও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।’

আরও পড়ুন- 

খুলনার নগরপিতা তালুকদার খালেক

কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে: মঞ্জু

মঞ্জুকে পাশে নেবেন খালেক

খুলনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: আ.লীগ

কেসিসিতে ৭ বিদ্রোহী নির্বাচিত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ